আগরতলা: ঐতিহ্য প্রথা মেনে চৈত্র মাসের শেষদিনে রাজ্যের বিভিন্ন জায়গায় হয় চড়ক মেলা। চৈত্র মাসের শেষে শুধু নয়, বৈশাখ মাসের প্রথম সপ্তাহেও হয় বিভিন্ন জায়গায় চড়ক মেলা।
রাজধানীর প্রতাপগড় ঋষিপাড়া এলাকায়ও হয়ে থাকে চড়ক মেলা। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ। সাধারণ মানুষের বিশ্বাস, এই জগতে যারা মহাদেবের সন্তুষ্টি লাভের জন্য স্বেচ্ছায় এমন কঠিন আরাধনার পথ বেছে নেন, তাঁরা মহাদেবের আশীর্বাদে মৃত্যুর পরে স্বর্গলাভের সুযোগ পান। এই চড়ক পুজোই হল গম্ভীরা এবং শিবের গাজনের রকম ফের। চৈত্র সংক্রান্তির দিনে এই পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোর আরেক অঙ্গের নাম নীলপুজো। এদিকে প্রতাপগড় ইংরেজি মাধ্যম স্কুল মাঠে এবছর ৭০ তম চড়ক মেলা হয়। এক সাধু জানান এক মাস কঠোর নিয়ম নিষ্ঠার পর এই পূজা করা হয়। সমাজের সকল স্তরের মানুষের মঙ্গল কামনায় চড়ক পুজা করা হয় । তিনি আরও জানান যারা এই চড়ক পুজা করছে তারা দীর্ঘ এক মাস ধরে নিরামিষ ভোজন করে এই চড়ক পুজা করছে। মন্ত্র সাধনার জোর ও বিজ্ঞানের সহযোগিতায় চড়ক পূজা করা হয়েছে। এদিন চড়ক মেলায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোকজন ভিড় জমান।
মেলাকে কেন্দ্র করে দোকানীরা রকমারি জিনিস নিয়ে বসেন। এদিন উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, অসীম ভট্টাচার্য সহ অন্যরা।