আগরতলা: আগামী ২৪ নভেম্বর আগরতলায় রাজ্য সরকারি কর্মীদের ব্যাপক অংশগ্রহণে হবে মহা আয়োজন। ঐদিন অনুষ্ঠিত হতে চলেছে একতা দৌড়, যার জন্য প্রস্তুতির চূড়ান্ত খতিয়ান তুলে ধরতে শুক্রবার আগরতলার পশ্চিম জেলাশাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক অসিত কুমার দাস। অতিরিক্ত জেলাশাসক জানান, জাতীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই এই একতা দৌড়ের আয়োজন করা হয়েছে। সকাল ৭টা থেকে সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু হবে এই দৌড়। ১৪০০ জনের অংশগ্রহণের সম্ভাবনা। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মী–কর্তাদের উপস্থিতিতে প্রায় ১,৪০০ জন অংশ নেবেন এই একতা দৌড়ে।

সরকারি কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও থাকবেন নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে। দৌড়টি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পথ অতিক্রম করবে। অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে। চিকিৎসা সহায়তার জন্য থাকবে অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম। প্রশাসনের মতে, একতা দৌড়ের মূল উদ্দেশ্য—সমাজে ঐক্য, সৌহার্দ্য ও শান্তির বার্তা দেওয়া, সরকারি কর্মীদের মধ্যে দলগত মনোভাব জোরদার করা, সুস্থ জীবনযাপন ও ফিটনেসের প্রচার। অতিরিক্ত জেলাশাসক অসিত কুমার দাস বলেন,“এই একতা দৌড় আগরতলার নাগরিক সমাজে সুস্থ ভাবনা ও মিলবন্ধনের বার্তা ছড়িয়ে দেবে।

অংশগ্রহণকারীদের উৎসাহ আমাদের আরও বড় আকারে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচির আয়োজন করতে সাহায্য করবে।” আগামী রবিবারের এই দৌড়কে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরের বিভিন্ন মহলের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সরকারি কর্মচারীদের মধ্যে উৎসাহও চোখে পড়ার মতো। একতা, সমন্বয় ও সংহতির প্রতীক হয়ে উঠবে এই আয়োজন—এমনই আশা প্রশাসনের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *