আগরতলা: আরও ৫৮ জনকে শংসাপত্র দেওয়া হল আইনজীবী হিসেবে কাজ করার জন্য। শুক্রবার এক অনুষ্ঠানে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
৫৮ জনকে আইনজীবী হিসাবে স্বীকৃতি প্রদান করল হাইকোর্ট বার কাউন্সিল। হাইকোর্ট বার কাউন্সিলের অফিসে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে নয়া ৫৮ জন আইনজীবীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হাইকোর্টের বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত সহ অনায়ন্য আইনজীবীরা। তিনি জানান এদিন নতুন ৫৮ জন আইনজীবীকে এনরোলমেন্ট দেওয়া হয়েছে। শুক্রবার থেকে তারা আইনজীবী হিসাবে কাজ শুরু করতে পারবে। তাদেরকে বলা হয়েছে নিয়ম নীতি মেনে আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করার জন্য।
নতুন আইনজীবীর শংসাপত্র যারা পেয়েছেন তাদের পরামর্শ দেওয়া হয়েছে প্রথমে সিনিয়র আইনজীবীদের সঙ্গে কাজ করার, যাতে তারা আইনি লড়াইয়ের সমস্ত কিছু ক্রায়ত্ত্ব করতে পারেন এবং শিখতে পারেন।