ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্যের প্রতিটি আনাচে-কানাচে চলছে এখন নেশার রমরমা বাণিজ্য। আর এই নেশায় আসক্ত হয়ে কার্যত যেন ধ্বংসের পথে যুবসমাজ। কিছুতেই যেন নেশার রমরমা বাণিজ্য বন্ধ করতে পারছে না প্রশাসন।
রাজ্য সরকার ত্রিপুরাকে নেশা মুক্ত ত্রিপুরা গঠনের স্লোগান দিলেও, সরকারের এই স্লোগানকে কার্যত বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দেদার নেশা বাণিজ্য চালিয়ে যাচ্ছে নেশা কারবারিরা। যা নিয়ে উদ্বিগ্ন সমাজের সচেতন নাগরিকরা। এই অবস্থায় যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করে ময়দান মুখি করে তোলার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসকদলের যুব সংগঠনের উদ্যোগে চলছে আকর্ষণীয় প্রাইজের ক্রিকেট টুর্নামেন্ট।গত বছরের ন্যায় এবছরও মোটা অংকের প্রাইজ মানির প্রিমিয়াম লীগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে ৬ আগরতলা যুব মোর্চা মন্ডল।
আগরতলা শহরতলী কুমারী টিলা বেসিক ট্রেনিং কলেজ মাঠে আগামী ২৫ শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। মোট ৩২ টি দলকে নিয়ে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ প্রদান করা হবে যথাক্রমে এক লক্ষ ও ৫০০০০ টাকা। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের যাবতীয় দিক তুলে ধরেন উদ্যোক্তারা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব মোর্চার ৬ আগরতলা মণ্ডলের সভাপতি সঞ্জয় ঘোষ, মেয়র ইন কাউন্সিলর হীরালাল দেবনাথ, কর্পুরেটর লতা নাথ সহ আরো বিশিষ্টজনেরা। উদ্যোক্তাদের প্রত্যাশা গেল বছরের মত এবারও এই টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হবে।
