ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ২০ দিনের মধ্যে আবারও ত্রিপুরায় এলো বিসিসিআই আয়োজিত জাতীয় ক্রিকেটের চ্যাম্পিয়ন ট্রফি। এনেছে অনূর্ধ্ব ১৫ মহিলা ক্রিকেট দল। প্লেট গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের সুবাদে আগামী মরশুমে ত্রিপুরা দল এলিট গ্রুপে খেলবে।

পুরো টিম আজ আগরতলায় পৌছুলে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউজে এক বিশেষ অনুষ্ঠানে খেলোয়ারদের উত্তরীয় ও পদকে সংবর্ধনা জানানো হয়। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি উপানন্দ দেববর্মা, কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী সহ গভর্ণিং বডি ও আজীবন সদস্য প্রমূখ প্রত্যেক খেলোয়াড়দের অভিনন্দন জানান। টিসিএ-র সহ-সভাপতি উপানন্দ দেববর্মা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এদিকে, দারুন অনুভূতি কোচ তপন কুমার দেব, সহ-কোচ মাম্পি দেবনাথ, ম্যানেজার ধনঞ্জয় ত্রিপুরা, দলনেত্রী অনুষ্কা শীল সহ দলের সকল খেলোয়ারদের। সাফল্য অর্জনকারী রাজ্য দলের খেলোয়াড়রা হলো: অনুষ্কা শীল (ক্যাপটেন), অস্মিতা রায় (ভাইস-ক্যাপ্টেন), অনুভা পাল, নেদ্রিনা বড়ুয়া, ফুলেশ্বরী দেবনাথ, শ্রাবন্তী চৌধুরী, সৃজিতা মজুমদার, সাক্ষী বার্মা, পূর্বা চৌধুরী, মহাশ্বেতা দাস, ঋদ্ধি নমঃ, অঙ্কিতা পাটারী, পাপিয়া দাস, ঋষিতা সূত্রধর, মুনমুন বনিক, রিমসা কর্মকার, স্নেহা নোয়াতিয়া (উইকেট কীপার), আকাঙ্খা দেবনাথ, সায়ন্তিকা সূত্রধর, শ্যামশ্রী সেন, ক্রিস্টিনা রেমা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *