পানিসাগর।। খেলাধুলার ক্ষেত্রে রাজ্য যাতে কোনোভাবেই পিছিয়ে না থাকে সে লক্ষ্যে রাজ্যের সর্বত্র পরিকাঠামো গড়ে তোলার দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এরফলও হাতে নাতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন জাতীয় পর্যায়ের খেলাধুলায় রাজ্যদল ভালো ফলাফল করছে।
আজ পানিসাগরের আর.সি.পি.ই, কলেজ প্রাঙ্গণে তিনদিনব্যাপী রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস প্রতিযোগিতার তৃতীয় অংশের উদ্বোধন করে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় একথা বলেন। তিনি বলেন, পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে উপরের দিকে রয়েছে। একেবারে গ্রামস্তর থেকে ক্রীড়া প্রতিভা তুলে আনার ক্ষেত্রেও যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর উদ্যোগ নিয়েছে। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, জাতীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। রাজ্য সরকার খেলোয়াড়দের পাশে সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক বিনয় ভূষণ দাস, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ-অধিকর্তা বিভা বসু গোস্বামী।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন অনুরাধা দাস, উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক এল, ডার্লং, পানিসাগর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা শাসক দিবাকর জমাতিয়া, মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। অনূর্ধ্ব ১৪, ১৭ এবং ১৯ বছর বয়সীদের এই প্রতিযোগিতায় অ্যাথলেটিক্স ইভেন্টে প্রতিযোগিতা হবে।