আগরতলা: সি ডিভিশন ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে শুরু হয়ে বিভিন্ন ক্লাব গুলির জার্সি প্রকাশ। রবিবার কৃষ্ণনগর ইউ বি এস টি ক্লাবের জার্সি প্রকাশ করা হয় সাংবাদিক সম্মেলনের মধ্যদিয়ে।
লাল হলুদ রংয়ের তাদের জার্সি প্রকাশ করেন ক্লাব সম্পাদক ধীমান দেববর্মা, সভাপতি গৌতম ঘোষ। সাথে ছিলেন প্রাক্তন ক্রিকেটার কথা ক্লাব সদস্য সঞ্জয় বোস, গৌতম দেববর্মা সহ অন্যান্যরা। মোট ১৮ জন খেলোয়ারকে নিয়ে ইতিমধ্যে তাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কোচ বিশাল সাহার নেতৃত্বে মাছমারা ও সাব্রুমের খেলোয়ারদের নিয়ে চলছে তাদের অনুশীলন। অধিনায়ক করা হয়েছে মিজাহাম রিয়াংকে। জার্সি প্রকাশের পর ক্লাব সভাপতি গৌতম ঘোষ জানান ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের ডাকে সাড়া দিয়ে রাজ্য থেকে উদীয়মান খেলোয়াড়দের তুলে আনার লক্ষ্যে তাদের দল গঠন করা হয়েছে। রাজ্যের প্রত্যন্ত এলাকার খেলোয়ার, যারা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারছে না তাদেরকে জায়গা করে দিতে তাদের দলে নেওয়া হয়েছে।
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সি ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট এবারের প্রতিযোগিতায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে প্রত্যেকটি দল তাদের অনুশীলন শুরু করে দিয়েছে।