ক্রীড়া প্রতিনিধি আগরতলা।

ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হল শনিবার। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যতম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়,বিসিসিআই’র সদস্য খাইরুন জামাল মজুমদার, বিসিসিআর’র সম্পাদক দেবজিৎ সাইকিয়া, মণিপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক রোমাল সিং, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি উপানন্দ দেববর্মা, সম্পাদক সুব্রত দে প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন,রাজ্য সরকার অন্যান্য খেলাধুলার পাশাপাশি ক্রিকেটের উন্নয়নেও গুরুত্বারোপ করেছে। এক্ষেত্রে রাজ্যের ক্রিকেটে নাম উজ্জ্বল করার লক্ষ্যে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। খেলাধুলার মাধ্যমে সুস্থ মানসিক এবং শারীরিক গঠন তৈরি হয়। এরজন্য চাই একাগ্রতার সহিত অনুশীলন। রাজ্যে ক্রীড়া প্রতিভার অভাব নেই। এদেরকে ভিত্তি করেই আগামীদিনে ত্রিপুরা ক্রিকেটের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার বিরাট সুযোগ রয়েছে।

ইতিমধ্যেই ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্য ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ক্রীড়াক্ষেত্রে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্য সরকার আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিস্কু রায় বলেন, ত্রিপুরা ছোট রাজ্য হলেও ক্রীড়াক্ষেত্রে দেশের মধ্যে একটা বিশেষ সুনাম রয়েছে।ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন রাজ্যে ক্রিকেট খেলার সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে। এরফলে আগামীদিনে ক্রিকেট খেলার ক্ষেত্রে রাজ্যও এগিয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত বিভিন্ন টুর্ণামেন্টের সফল ক্রিকেটারদের এবং দলকে পুরস্কৃত করা হয়।এছাড়াও ভারতের মহিলা অনুর্ধ্ব ১৯ দলের ফিল্ডিং কোচ শ্রাবনী দেবনাথকে সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে এছাড়াও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্মরণীকার আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *