ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অপরাজিত চ্যাম্পিয়ন হলো শাক্য সিংহ মোদক এবং পূর্বোত্তরের সর্বকনিষ্ঠ মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা দাস। দুদিনব্যাপী রাজ্য অনূর্ধ্ব ১৫ দাবা প্রতিযোগিতায়।
রবিবার এন এস আর সি সি-র দাবা হল ঘরে আসরের শেষ দিনের খেলা হয়। বালক বিভাগের ৬ রাউন্ডে সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শাক্য সিংহ মোদক। সম সংখ্যক পয়েন্টে পেয়ে ভোকলসে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থান দখল করে প্রাঞ্জল দেবনাথ। সাড়ে চার পয়েন্টে ভোকলসে তৃতীয় এবং চতুর্থ স্থান দখল করে যথাক্রমে স্বস্তিক মজুমদার এবং পীতাম্বর দেবনাথ।
উদয়পুর মেট্রিক্স চেস একাডেমির ছাত্র প্রজ্ঞান দাস ৪ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান দখল করে। বালিকা বিভাগে হয় চার রাউন্ডের খেলা। খেতাব নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হয়েছিলো পূর্বোত্তরের সর্বকনিষ্ঠ ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা দাস এবং মেট্রিক্স চেস আকাদেমির আরাধ্যা চৌধুরির।
প্রায় সাড়ে ৩ ঘন্টার ম্যারাথন লড়াইয়ে একসময় ম্যাচ অমিমাংশিত থাকার পথে ছিলো। শেষ পর্যন্ত ৬৪ ঘরে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাজিমাৎ করে আরাধ্যা। এবং রাজ্য সেরার সম্মান পায় আরাধ্যা। ৪ রাউন্ডে সাড়ে ৩ পয়েন্ট পেয়ে। সমসংখ্যক পয়েন্ট পেয়ে ভোকলসে পিছিয়ে দ্বিতীয় স্থান দখল করে অঙ্কিতা সরকার। ৩ পয়েন্ট পেয়ে ভোকলসে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান দখল করে যথাক্রমে আরাধ্যা চৌধুরি এবং অয়ন্তিকা দেব।
আড়াই পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান দখল করে নালাক্ষি দেবনাথ। খেলা পরিচালনা করেন পান্না আহমেদ। আসর থেকে জাতীয় আসরের জন্য নির্বাচিত হয়েছে শাক্য, প্রাঞ্জল, আরাধ্যা এবং অঙ্কিতা বলে রাজ্য দাবা সংস্থার পক্ষ থেকে জানানও হয়েছে।