ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্য ক্রিকেটের জগতে আগামীকাল (বৃহস্পতিবার) এক ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হতে চলেছে। রাজ্য ক্রিকেটের আইকন মনি শংকর মুরাসিং আগামীকাল তাঁর রঞ্জি ক্রিকেট জীবনে ১০০তম ম্যাচে অংশ নিতে মাঠে নামছে।

আগামীকাল থেকে ত্রিপুরা ও উত্তরাখণ্ডের মধ্যে রঞ্জি ট্রফির ম্যাচ এমবিবি স্টেডিয়ামে শুরু হচ্ছে। এদিকে শততম ম্যাচ কে স্মরণীয় করে রাখতে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে আজ, বুধবার সন্ধ্যায় আগরতলার এক অভিজাত প্রথম সারির হোটেলে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানে মনি শংকর কে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন এর মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (প্রফেসর) ডা. মানিক সাহা। ‌ পৌরহিত্য করেন ত্রিপুরা ক্রিকেটে এসোসিয়েশনের সহ-সভাপতি উপানন্দ দেববর্মা। এছাড়া, অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন টিসিএ-র সম্পাদক সুব্রত দে। ‌ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী এবং মুখ্য উপদেষ্টা তপন লোধ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, গভর্নিং বডির সদস্য এবং আজীবন সদস্য প্রমুখও উপস্থিত ছিলেন।

ধন্যবাদ জ্ঞাপনে মুখ্যমন্ত্রীর প্রফেসর ডা. মানিক সাহা মনিশঙ্কর মুরাসিং-এর আরও সাফল্য কামনা করার পাশাপাশি মনি শংকরকে অনুসরণ করে প্রত্যেক ক্রিকেটাররা যেন আরও এগিয়ে আসতে পারে তার আহ্বান জানান।

এদিকে, রাজ্য ক্রিকেটের মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে যেভাবে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন এগিয়ে আসছে তাতে ভূয়ষী প্রশংসা জ্ঞাপন করেন। টিআইটি গ্রাউন্ডে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যত শীঘ্রই সম্ভব তা প্রকৃতভাবে চালু হওয়ার সর্বতো ভূমিকায় তিনি সবসময় যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *