বক্সনগর।।শনিবার বক্সনগর মিনি স্টেডিয়ামে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বিধায়ক তোফাজ্জল হোসেন মন্ডল সভাপতি অনিল চন্দ্র দাস সহ অন্যান্যরা।
এই ধরনের টুর্নামেন্ট যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ায় এবং প্রতিযোগিতার মনোবল গড়ে তোলে। খেলাধুলাই একমাত্র মাধ্যম, যার মাধ্যমে গড়ে ওঠে সুস্থ ও সবল যুবসমাজ, তাই আমাদের তরুণ প্রজন্মকে নিয়মিত খেলাধুলায় অংশ নিতে উৎসাহিত করা খুবই জরুরি।
এদিনের আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ কে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে।মাস ব্যাপী এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট২০২৫ এ জয়ী হয়েছেন কলমচৌড়া টিম ।।জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন সহ অন্যান্যরা।।