ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সিআইএসএফ চ্যাম্পিয়ন। বিজিত বিএসএফ রানার্স খেতাব পেয়েছে। অল ইন্ডিয়া পুলিশ ফুটবল টুর্নামেন্টে। ত্রিপুরা পুলিশ আয়োজিত ৭৩তম বি এন মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর পুরুষ বিভাগে সিআইএসএফ ফাইনাল ম্যাচে বিএসএফ কে পরাজিত করে চ্যাম্পিয়ন খেতাব জিতে নিয়েছে।
আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় প্রচন্ড প্রতিদ্বন্দিতাপূর্ণ ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা গোলশূন্য অবস্থায় সমতা বিরাজ করছিল। পরস্পর বিরোধী আক্রমণ ও প্রতি আক্রমণ ক্রমশ তীব্রতর হলে একসময় সিআইএসএফ-এর স্ট্রাইকারের সাফল্যে ১-০ গোলে লিভ নেয় এবং শেষ দিকে দুর্দান্ত চাপের মধ্যে আরও একটি গোল করে ব্যবধান ২-০ করে নেয়। শেষ পর্যন্ত দলকে চ্যাম্পিয়ন শিরোপা এনে দেয়। বিজিত বিএসএফ পেয়েছে রানার্স আপ খেতাব।
এদিকে, তৃতীয় স্থানের গৌরব অর্জন করেছে সিআরপিএফ। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামেই অল ইন্ডিয়া পুলিশ ফুটবল টুর্নামেন্টের পুরুষ বিভাগের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে সিআরপিএফ টাইব্রেকারে, পেনাল্টি শুট আউটে ৮-৭ গোলের ব্যবধানে পাঞ্জাব পুলিশকে পরাজিত করে সেকেন্ড রানার্স আপ ট্রফি জিতে নেয়। বলাবাহুল্য, বুধবারে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে সিআইএসএফ ১-০ গোলে সিআরপিএফ কে এবং বিএসএফ ২-০ গোলে পাঞ্জাব পুলিশকে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছিল।
আগামীকাল বেলা আড়াইটায় অল ইন্ডিয়া মেন পুলিশ টিম বনাম অল ইন্ডিয়া মেন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স টিমের মধ্যে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেলে একই স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। উদ্যোক্তা ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে আপামর ক্রীড়া প্রেমীদের আমন্ত্রণ জানানো হচ্ছে।