ক্রীড়া প্রতিনিধি কুমারঘাট: ঊনকোটি জেলার ফটিকরায়ে প্রথম বারের মতো শুরু হলো নৈশকালিন ক্রিকেটের আসর। ফটিকরায় ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফটিকরায় দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠে ফটিকরায় প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের মঙ্গলবার রাতে আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস।

উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ফটিকরায় ও রাজনগর গ্রাম পঞ্চায়েতের দুই প্রধান সুমিতা কর, ও প্রিতম বিশ্বাস, খেলা কমিটির সভাপতি সুমন দাস সহ অন্যান্যরা। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে মোট ২৪ টি দল অংশ নেয়। সেভেন এ সাইড এই ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীদের জন্য রয়েছে এক লক্ষ টাকা এবং রানার্সদের জন্য পঞ্চাশ হাজার টাকার নগদ পুরুষ্কার ও সঙ্গে উভয়ের জন্য সুদৃশ্য ট্রফি। টুর্নামেন্টকে ঘিরে বেশ উৎসাহ পরিলক্ষিত হয়েছে এলাকার ক্রীড়া প্রেমীদের মধ্যে। প্রথম দিন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মাই চয়েস এবং টপ ভিউ ওয়ান দল। টসে ধর্মনগরের মাই চয়েজ জিতলেও প্রথম খেলায় ফিল্ডিংএর সিদ্ধান্ত নেয় ধর্মনগর। প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নেয় কৈলাশহরের টপ ভিউ। দ্বিতীয় পর্যায়ের ম্যাচটি অনুষ্ঠিত হয় রাজনগর গ্রাউণ্ড স্টার এবং পিচ পেন্থার্সের মধ্যে। দ্বিতীয় পর্যায়ের খেলায় ৫৪ রানে জয় পায় রাজনগরের গ্রাউণ্ড স্টার।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, এলাকার খেলোয়াড়দের মেধাকে তুলে ধরতেই এধরনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। এর থেকে আগামী দিনে খেলাধুলার দিকে যুব সমাজ আরো উৎসাহিত হবে বলে বক্তব্যে আশা ব্যাক্ত করেন মন্ত্রী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *