ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শীল্ড চ্যাম্পিয়ন ফরোয়ার্ড ক্লাব। দুই অর্ধে দুই গোল। ছক কষে খেলা। শক্তিশালী ব্লাড মাউথের সামনে ফরোয়ার্ড ক্লাব এতটাই প্রতিরোধ গড়ে তুলেছিল, পুরো ৯০ মিনিটের খেলায় একবারের জন্যও ব্লাড-মাউথের স্ট্রাইকাররা ফরওয়ার্ডের জাল নাড়তে পারেননি।
এবারকার নীলজ্যোতি রাখাল মেমোরিয়াল নক আউট শীল্ড ফুটবলে ফরওয়ার্ড ক্লাব চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেছে। ২-০ গোলে দুর্দান্ত জয় ফরওয়ার্ড ক্লাবের। প্রথম গোল খেলার প্রথমার্ধে ১৭ মিনিটের মাথায় সেই সেন্থামিলসের সৌজন্যে। এক গোলে এগিয়ে থেকে ফরোয়ার্ড ক্লাব প্রথমত প্রতিরোধ গড়া তথা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে গোলটি ধরে রাখার পাশাপাশি সুযোগ বুঝে আক্রমণ রচনা করতেও ভুলেনি।
একমাত্র গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধে ফরওয়ার্ড ক্লাব চেষ্টা চালায় দ্বিতীয় গোলের লক্ষ্যে। পক্ষান্তরে ব্লাড মাউথ ক্লাব এক প্রকার অলআউট খেলে আক্রমণাত্মক খেললেও গোল পরিশোধের সুযোগ পায়নি। উপরন্তু খেলার ৫৬ মিনিটের মাথায় সিয়াম পুইয়া ফরওয়ার্ডের পক্ষে আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে দুই-শূন্য হয়। শেষ পর্যন্ত দুদলের মধ্যে পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও তৃতীয়বারের মতো গোলের সন্ধান কেউ পায়নি।
২-০ গোলে জয় ছিনিয়ে ফরওয়ার্ড ক্লাব এবারের শীল্ড চ্যাম্পিয়নের খেতাব জিতে নিয়েছে। সুদৃশ্য ট্রফির পাশাপাশি প্রাইজমানি হিসেবে ৬০ হাজার টাকা পেয়েছে। বিজিত ব্লাড মাউথ ক্লাব রানার্স ট্রফির পাশাপাশি প্রাইজমানি হিসেবে পেয়েছে ৪০ হাজার টাকা। খেলা শেষে উমাকান্ত মিনি স্টেডিয়ামেই এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।
এই টুর্নামেন্টকে সফল ভাবে শেষ করার জন্য অংশ গ্রহন কারী সব দল, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সমস্ত অফিসিয়াল, টুর্নামেন্ট কমিটির সমস্ত সদস্য , মাঠ কর্মী , গভর্নিং বডির সব সদস্য , সমস্ত আজীবন সদস্য , প্রিন্ট মিডিয়া , ইলেকট্রনিক মিডিয়ার সমস্ত সুহৃদ বন্ধুগণ, আগরতলা দূরদর্শন প্রসার ভারতী, বিদ্যুৎ নিগম , আরক্ষা দফতর , আগরতলা পুর নিগম , ঝর্ণা জল , রেফারি এসোসিয়েশনের সমস্ত সদস্য , মেডিক্যাল ইউনিট, বলবয় সহ সংশ্লিষ্ট সবাইকে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।