ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্য দল ঘোষিত। জাতীয় আসর বিহারে। এতে অংশ নিতে রাজ্য দলের বাছাইকৃত খেলোয়াররা ক-দিন ন্যাশনাল কোচিং ক্যাম্পে অনুশীলন করবে।

কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত ৩৪ তম সাব-জুনিয়র বালক-বালিকা জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ ২৭ মার্চ থেকে বিহারের গয়াস্থিত রসুলপুরে অনুষ্ঠিত হচ্ছে। সেখানকার জি ডি গোয়েঙ্কা পাবলিক স্কুল ক্যাম্পাসে চার দিন ব্যাপী আয়োজিত জাতীয় স্তরের এই প্রতিযোগিতা চলবে ৩০ মার্চ পর্যন্ত। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় ত্রিপুরা দল অংশ নেবে বলে স্থির হয়েছে। নির্দিষ্ট বয়স অর্থাৎ অনূর্ধ্ব ১৬ বছরের খেলোয়াড়দের নিয়ে আজ, রবিবার বেলা ১১ টায় এনএসআরসিসি-র ইন্ডোর হল-এ সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। এতে সকল সাব ডিভিশন, জেলা তথা সারা রাজ্য থেকে সাব-জুনিয়র ক্যাটাগরির ৭২ জন বালক এবং ৫৭ জন বালিকা অংশগ্রহণ করেছে। সিলেকশন কমিটিতে সুবীর দত্ত, শ্রীমতি চম্পা ঘোষ এবং বিশেষ পর্যবেক্ষক হিসেবে মোহন মণ্ডল, দৈমন্তী বোড়ো প্রমুখ উপস্থিত ছিলেন। কোচিং ক্যাম্পের জন্য বালিকা বিভাগে অস্মিতা রবিদাস, জুলি মুরাসিং, মান্তু ঘোষ, সোনালী ত্রিপুরা, রেশমি সিংহ, পায়েল দাস, সুকুর মনি তারাং, পূজা দেব, সোমা শবর, সুতপা মুসার, স্নেহা সিনহা, সোহালী দাস, পাপিয়া পাল, যমুনা গাড়ো, বিশাখা মারাক, পুনম দে, সুচিত্রা মারাক নির্বাচিত হয়েছে।

বালক বিভাগে আলামিন মিয়া, জয়দীপ শব্দকর, সোহিত দেববর্মা, সুশান্ত দাস, অভিজিৎ সূত্রধর, গৌরব পাল, আব্দুল করিম, দয়ামোহন ত্রিপুরা, সাহিল কুমার, সায়ন সরকার, বিশাল মুরাসিং, বিরজু সিং, সাগর ঘোষ, আকাশ দেবনাথ, সুরজ মুরাসিং, প্রিয়তোষ দাস, শুভঙ্কর সরকার নির্বাচিত হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *