ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অপরাজিত চ্যাম্পিয়ন কসমোপলিটন ক্লাব। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত এ-ডিভিশন সুপার ফোর ক্রিকেট টুর্নামেন্টে কসমোপলিটন ক্লাব টানা ৩টি ড্র ম্যাচে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে মোট ৯ পয়েন্ট পেয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করে চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নিয়েছে।
টি আই টি গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলার দ্বিতীয় দিনে ওপিসি ৭৬ রানের সঙ্গে ছয় উইকেট হাতে নিয়ে খেলা শুরু করে। কিন্তু একত্রিশ ওভার খেলে ৫৭ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারিয়ে ফেলে। কসমোপলিটন ক্লাব ৪৫ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ২১ ওভার খেলে চার উইকেটে ৯৯ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে দেয়। কসমোপলিটনের শকর পাল ৮২ রানে নয়টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ব্যক্তিগত ৭৭ রানে দলের স্কোর সমৃদ্ধ করার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া তন্ময় দাসের ৫০ রান এবং বাবুল দে-র ৩১ রান উল্লেখযোগ্য।
বোলিংয়ে রিয়াদ হোসেন কুড়ি রানের চারটি এবং কৃষ্ণ ধন নমঃ ৯৮ রাণে চারটি করে উইকেট পেয়েছে। নিরুপম সেন চৌধুরী ৩ রানে তিনটি উইকেট পেয়েছিল।