ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত জয় পেয়েছে এগিয়ে চলো সংঘ। পুরোপুরি অপরাজয়ের ধারা অটুট রেখে এগিয়ে চলো সংঘ এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে।

পাশাপাশি সুপার ফোরে খেলার পথ অনেকটা প্রশস্ত করে নিয়েছে।‌ টানা চতুর্থ জয় এগিয়ে চলো সংঘের। পঞ্চম ম্যাচের মাথায়। ৬-১ গোলের বিশাল ব্যবধানে আজ, রবিবার দুর্বল প্রতিপক্ষ ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করে অনেকটা মনোবল বাড়িয়ে নিয়েছে। ‌ উদ্বোধনী ম্যাচে কল্যাণ সমিতির সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্টের ভাগাভাগি করে নেওয়ার পর এগিয়ে চলো কে আর পেছনে তাকাতে হয় নি।

পর পর তিন ম্যাচে যথাক্রমে ব্লাড মাউথ ক্লাব কে ২-১ গোলে, জুয়েলস এসোসিয়েশন কে ৩-১ গোলে এবং রামকৃষ্ণ ক্লাবকে ৩-০ গোলে হারানোর পর আজ, রবিবার এগিয়ে চলোর পক্ষে টানা চতুর্থ জয় ফ্রেন্ডস ইউনিয়নের বিরুদ্ধে। ‌ ছয়-এক গোলের বড় ব্যবধানে জয়। ‌ প্রথমার্ধেই বিজয়ী দল চার শূন্য গোলে এগিয়ে ছিল। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেল চারটায় দিনের প্রথম খেলায় এগিয়ে চলো সংঘ অনেকটা একতরফা খেলে প্রথমত জয় নিশ্চিত করার পাশাপাশি পয়েন্ট তালিকায় গোল ব্যবধানে এগিয়ে থাকার উদ্দেশ্যও সার্থক করে নেয়।

গোলের শুরু খেলার দশ মিনিটের মাথায়। সত্যমের ফ্রি কিক থেকে জোরালো শট ইউনিয়নের গোল রক্ষকের হাত থেকে বল ছুটে গেলে সুযোগ বুঝে উত্তম রাই বলটি জালে ঠেলে এক-শূন্যতে দলকে এগিয়ে দেয়। ৩৭ মিনিটের মাথায় দেবাশীষ রাই এর গোল দলকে ২-০তে ব্যবধান বাড়িয়ে দেয়। পরবর্তী সময়ে তিন মিনিটের ব্যবধানে মূলতঃ প্রথমার্ধের খেলার শেষ পর্যায়ে ৪১ ও ৪৪ মিনিটের মাথায় উত্তম রাই পর পর দুটো গোল করলে একদিকে যেমন তার হ্যাটট্রিক হয়, অপরদিকে গোল ব্যবধান বেড়ে ৪-০ হয়।

প্রথমার্ধে ফ্রেন্ডস ইউনিয়নের খেলোয়াড়রা তেমন অবরোধ গড়তে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও এগিয়ে চলোর আক্রমণাত্মক খেলায় সুযোগ-সন্ধানী স্ট্রাইকার দেবাশীষ রাই খেলার ৬৭ মিনিটের মাথায় আরও একটি গোল করে ব্যবধান ৫-০ করে নেয়‌। শেষ দিকে খেলার ৮৫ মিনিটের মাথায় বেঞ্জামিন এর সুইং করা কর্নার কিক ফ্রেন্ডস ইউনিয়নের গোলরক্ষক চেষ্টা করেও হাত থেকে ছুটে তা জালে জড়ায়। গোল ব্যবধান বেড়ে ৬-০ হয়।

তবে পরবর্তী মিনিটে ফ্রেন্ডস ইউনিয়নের আক্রমণ ভাগের অনন্ত লাল জমাতিয়া দ্রুততার সঙ্গে একটি গোল করে ব্যবধান কমিয়ে ১-৬ করে নেয়। তবে খেলা শুরুতে ৭ মিনিটের মাথায় এবং ৪০ মিনিটের মাথায় ফ্রেন্ডস ইউনিয়নের স্ট্রাইকাররা সহজ দুটো গোল মিস করে। শেষ পর্যন্ত উত্তম রাই-এর হ্যাটট্রিকসহ এগিয়ে চলো সংঘ ৬-১ গোলের বড় ব্যবধানে ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নেয়।

এদিকে ইচ্ছাকৃত হ্যান্ডবল করার মত খেলায় অসদাচরনের দায়ে রেফারি অসীম বৈদ্য এগিয়ে চলো সংঘের ভক্ত সাধন জমাতিয়া কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। দুর্দান্ত হ্যাটট্রিক এর সুবাদে উত্তম রাই পেয়েছেন প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

খেলা শেষে মাঠেই এক বিশেষ অনুষ্ঠানে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সহ-সভাপতি সুপ্রভাত দেবনাথ, ম্যাচের সেরা হিসেবে উত্তম রাই-এর হাতে প্রাইজমানি ও পুরস্কার তুলে দেন। দিনের খেলা: সন্ধ্যা ছয়টায় নাইন বুলেটস বনাম কল্যাণ সমিতি, উমাকান্ত মিনি স্টেডিয়াম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *