ক্রীড়া প্রতিনিধি আগরতলা: গোটা দেশের সাথে আমাদের রাজ্যেও মহাসারম্বরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। শনিবার বিকেলে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ক্রীড়া দপ্তরের আয়োজনে মহিলাদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শুরুতে উপস্থিত অথিতিরা বলে লাথি মেরে কিক অফ করে খেলার আনুষ্ঠানিক সূচনা করেন।
ত্রিপুরা রুড়াল ডেভলপমেন্ট দপ্তরের অন্তর্গত ‘ত্রিপুরা রুরাল লাইভলীহুড মিশন (টি আর এল এম) বনাম ‘যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের’ মধ্যে জমজমাটপূর্ন প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উভয় দলে তারকা খচিত মহিলা খেলোয়াড় থাকলেও ক্রীড়া দপ্তর ৩-০ গোলে বিজয়ী হয়। খেলার প্রথমার্ধে শ্রিয়া দেব দুটি গোল করে। শ্রেয়ার পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ক্রীড়া দপ্তরের পক্ষে আরো একটি গোল করে জেসিকা জরা।
খেলার দ্বিতীয়ার্ধে কোন দল গোল করতে না পারায়, ক্রীড়া দপ্তরকে বিজয়ী বলে ঘোষণা দেন রেফারি সুপ্রিয়া দাস। খেলা শেষে পরাজিত দল টি আর এল এম ও ক্রীড়া দপ্তরের খেলোয়াড়দের মেডেল, সংসাপত্র ও ট্রফি তুলে দেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেব্বর্মা, আর ডি দপ্তরের আধিকারিক অজিত শুক্ল দাস, ক্রীড়া অধিকর্তা সত্য ব্রত নাথ, যুগ্ম অধিকর্তা পাইমং মগ, সহ অধিকর্তা ডঃ ভারতী নিগম, স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায়, ফুটবল সংস্থার সহ সভাপতি শুভেনজিৎ সিনহা, যুগ্ম সচিব কৃষ্ণ সরকার।
এই প্রীতি ফুটবল ম্যাচ সুষ্ঠুভাবে সুসম্পন্ন হওয়ায় রাজ্য মহিলা কমিশনের সভানেত্রী ঝর্ণা দেব্বর্মা উভয় দল ও কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।