ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্য ক্রীড়া জগতের আঙ্গিনায় এটি একটি দারুন খবর। আন্তর্জাতিক জাজ তনয় দাস আমন্ত্রণ পেয়েছেন এশিয়ান চ্যাম্পিয়নশিপে অফিসিয়েটিং এর জন্য।
আগামী ১৮ থেকে ২৫ আগস্ট থাইল্যান্ডের ব্যাংককে ৫৭ তম এশিয়ান বডিবিল্ডিং এন্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অফিসিয়েটিং এর জন্য সারা ভারত থেকে দুজন আন্তর্জাতিক জাজ আমন্ত্রণ পেয়েছেন। তাদের মধ্যে ত্রিপুরার প্রাক্তন বডিবিল্ডার এবং কোচ তথা স্বনামধন্য ক্রীড়া সংগঠক এবং ত্রিপুরা বডি বিল্ডারস এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস একজন। আরেকজন ওড়িশা রাজ্য সংস্থার সভাপতি শ্রীমতি সুমিত্রা ত্রিপাঠী।
উল্লেখ্য, এশিয়ান বডিবিল্ডিং এন্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী ভারতীয় দলের টিম কোচ হিসেবে আরাসো মৌনাগুরু এবং টিম ম্যানেজার হিসেবে লেসলাই জন পিটার দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। ক্রীড়ামোদী মহলের প্রত্যাশা, ভারতীয় দল এবারকার এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রত্যাশিত সাফল্য অর্জন করবে।