আগরতলা: খেলাধুলা প্রতিভা বিকাশের পাশাপাশি যুব সমাজকে সুস্থ জীবনযাপনেও উদ্বুদ্ধ করে তুলে। খেলাধুলার উন্নয়নের জন্য খুবই আন্তরিক বর্তমান সরকার। সেই সঙ্গে ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।
                                   
আজ সিপাহীজলা জেলার বক্সনগর মিনি স্টেডিয়ামে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। 
                                মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আগেও বিধানসভা নির্বাচনের সময়ে এখানে অনেকবার আসতে হয়েছে আমাকে। তাই এবার ফুটবল টুর্নামেন্টে আসার আমন্ত্রণ পেয়ে না এসে থাকতে পারিনি। এই বক্সনগর সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে। এখানে গত কয়েক দশক ধরে অনুন্নয়নের ছোঁয়া পরিলক্ষিত হয়েছে। সেখান থেকে কিভাবে একে উন্নয়নের লক্ষ্যে নিয়ে যাওয়া যায় সেজন্য সচেষ্ট রয়েছে আমাদের সরকার। 
                           মুখ্যমন্ত্রী বলেন, আজ এখানে এসে খুবই ভালো লাগছে। এই এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট প্রায় ১ মাস ধরে চলবে। প্রায় ১৫টি টিম টুর্নামেন্টে অংশ নেবে। দেশ বিদেশের বহু নামীদামী প্লেয়াররা এখানে আসছেন। আজ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এখানে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। আমাদের সরকার খেলাধুলার উন্নয়নের জন্য খুবই আন্তরিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খেলো ইন্ডিয়া শুরু করেছেন। আমরা চাই ত্রিপুরার ছেলেমেয়েরা খেলাধুলায় আরো উন্নতি করুক এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তারা নাম করুক। ত্রিপুরায় এখন অত্যাধুনিক মানের সিন্থেটিক ফুটবল গ্রাউন্ড গড়ে তোলা হয়েছে। ত্রিপুরায় জাতি জনজাতি অংশের যুবরা ফুটবল খেলায় যোগদান করছে এবং ভালো ফল করছে। আমাদের ছেলেমেয়েরা অনূর্ধ্ব ১৭ ও স্কুল স্তরে ত্রিপুরার হয়ে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে। ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। 
                                    এদিন টুর্নামেন্টে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তফাজ্জল হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে এদিন প্রাকৃতিক দূর্যোগকে উপেক্ষা করে প্রচুর ক্রীড়াপ্রেমী মানুষ মাঠে জড়ো হন।

