আগরতলা: রাজ্যে বাড়ছে নারী ঘটিত অপরাধ। অভিযোগ রাজ্যে বেড়ে চলেছে ধর্ষণের মতো ঘটনা। বেড়ে চলা নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার সরব মহিলা কংগ্রেস।
ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন দিল মহিলা কংগ্রেস।এদিন প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয় রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে।প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তীর নেতৃত্বে মহিলা কংগ্রেসের এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে স্মারকলিপি জমা দেয়। ডেপুটেশান দেওয়ার পর প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী জানান ত্রিপুরা রাজ্যে নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
বর্তমান সরকারের সমালোচনা করেন মহিলা কংগ্রেস নেত্রী। তিনি অভিযোগ করেন নির্যাতিতারা বিচার পায় না।