আগরতলা :মনে রেগা ইসুতে আন্দোলন মুখি হচ্ছে কংগ্রেস। মন রেগার প্রত্যাবর্তনের দাবিতে লোকপাল ভবন ঘেরাও কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ কংগ্রেস। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই এই কর্মসূচি নিয়ে ময়দানে নামছে কংগ্রেস।
মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এছাড়াও সাংবাদিক সম্মেলনে কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, সর্বভারতীয় কংগ্রেস কমিটির উদ্যোগে সারা দেশ জুড়ে ৪৫ দিন ব্যাপী মন রে গা বাঁচাও কর্মসূচির আন্দোলন চলছে। তারই অঙ্গ হিসাবে গত ১০ জানুয়ারি প্রত্যেকটা জেলায় করডিনেশন কমিটি গঠন করে ১১ তারিখ মন রেগা বাঁচাও কর্মসূচি হিসেবে সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও প্রতীকি উপবাস কর্মসূচি পালিত হয়।
মন রাঙ্গা পূর্ণ বহালের দাবিতে ১২ ই জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত প্রতিটা রাজ্যের সংগঠনের তৃণমূল স্তরের পঞ্চায়েত ভিত্তিক রেজুলেশন নেওয়া,রেগার কাজের সঙ্গে যুক্ত শ্রমিক ও সহায়ক এবং নানাভাবে শ্রমিকরা কাজের সুযোগ যাদের কাছে সহজলভ্য ছিল।ভি বি জি রামজি নতুন আইনের মধ্য দিয়ে তাদের অধিকার খর্ব করা হয়েছে। বিশেষ করে মন এম জি এন রেগার মাধ্যমে গ্রামীণ মহিলাদের ষাট শতাংশ কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল।
বর্তমানে যে আইন তৈরি করা হচ্ছে, সেখানে দেশের সব কয়টি পঞ্চায়েতের কাজ করার সুযোগ পাবে না। এই আইনের মাধ্যমে এখন থেকে কেন্দ্রীয় সরকার ঠিক করবে গ্রামীণ কাজের পরিকল্পনা। ঠিকাদার বিভিন্ন এজেন্সির মাধ্যমে নতুন আইনের কাজ করানো হবে। এরমধ্যে রাজ্যের কর্পোরেটরদের হাতে দায়িত্ব অর্পণ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।১২৫ দিনের কাজের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।কারণ বিজেপি প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের একটি প্রতিশ্রুতিও পালন করেনি।
শ্রী সাহা আরো বলেন, বিজেপি নির্বাচনের আগে বলেছিল, দেশের প্রতিটি নাগরিকের ব্যাংক একাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে, বছরে দুই কোটি বেকারের চাকরি দেওয়া হবে, পেট্রোল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি কমানো হবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের ১১ বছরে সেই প্রতিশ্রুতি গুলির একটিও বাস্তবায়িত হয়নি।প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা আরো বলেন,গ্রামীণ এলাকায় শ্রমিকের কর্মসংস্থানের অধিকার,তাদের মজুরি ভিত্তিক এই মন রেগা, যা দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের একটি চাবিকাঠি ছিল। শুরু থেকেই মন রেগার বিরোধিতা করেছিল বিজেপি।শুধু বিরোধিতাই নয়,এবার মহাত্মা গান্ধীর নাম বাতিল করে ভি বি জি রামজি নামে একটি নতুন প্রকল্প চালু করে মন রেগা আইনটাকেই বাতিল করার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বিজেপি।
গত শীতকালীন অধিবেশনে এই ভি বি জি রামজি নামে একটি নতুন আইন এনেছে। সেই সময় কংগ্রেস দল সহ সকল বিরোধীদল এই আইনের তীব্র বিরোধিতা করেছিল। মন রেগা বাতিলের প্রতিবাদে এবং নতুন আইনের বিরুদ্ধে রাজ্য ভিত্তিক সমন্বয় কমিটির মাধ্যমে আগামী ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত বুথ, জেলা,ব্লক স্তর পর্যন্ত আন্দোলন সংঘটিত করা হবে। একই সঙ্গে তিনি দাবী করেন, মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়া শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও ঐতিহাসিক উত্তরা ধিকারের প্রতিও আঘাত।
তিনি আরো বলেন, ন্যূনতম মজুরি ৪০০ টাকা নির্ধারণ না করা হলে বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে শ্রমজীবী মানুষের পক্ষে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়বে। কাজ করার অধিকার, মজুরির অধিকার ও জবাবদিহিতার অধিকার করা,মন রেগা প্রকল্প অবিলম্বে পুনরুদ্ধার,কাজ করার সংবিধানিক অধিকার পুনঃস্থাপন এবং সর্বভারতীয় সর্বনিম্ন মজুরি ৪০০ টাকা নির্ধারণ করা।এই দাবিগুলো নিয়ে মন রেগা বাঁচাও কর্মসূচি সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্য পালিত হবে।
