আগরতলা।।বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক বাড়িতে সেই দেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের নেতৃত্বে দুষ্কৃতকারীরা বর্বরোচিত হামলা চালিয়েছে।
তারই প্রতিবাদে শনিবার আগরতলার রাজপথে বিক্ষোভ মিছিল করে প্রদেশ বিজেপি। এদিনের বিক্ষোভ মিছিলটি ফায়ার ব্রিগেড চৌহমুনি থেকে শুরু হয়ে বর্ডার গোল চক্করে গিয়ে শেষ হয়েছে। বিধায়ক ভগবান দাস বলেন, বাংলাদেশে মোহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন শাসন কালে শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে আক্রমণ চালানো হয় । অত্যন্ত অনুতাপের বিষয় যিনি বিশ্বকে সুদৃঢ় পথ দেখিয়েছেন আজ তারই পৈত্রিক বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রদেশ বিজেপি।
তিনি আরও বলেন, বাংলাদেশে মোহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ওই দেশে অস্থির পরিস্থিতি তৈরী করে রেখেছে। সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন সরকারের দুষ্কৃতকারীরা এমন ঘটনা ঘটিয়েছে যে গোটা বিশ্ববাসী তা মেনে নিতে পারছে না। শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে আক্রমণ চালিয়েছে। এরই প্রতিবাদে গোটা দেশে বিক্ষোভে সামিল হয়েছে বিজেপি নেতৃত্ব।
একইসঙ্গে ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে। এদিনের এই মিছিলে উল্লেখযোগ্য সংখ্যাক কর্মী সমর্থকদের পা মেলাতে দেখা যায়।