আগরতলা।।রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্র লাল সিংহের জন্মদিবস ও প্রাক্তন MDC যদুমোহন ত্রিপুরার মৃত্যুবার্ষিকী পালন করলো প্রদেশ কংগ্রেস।

বৃহস্পতিবার বিকালে কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এদিন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের ১১৯ তম জন্মদিবস পালন করা হয়েছে। ১৯৬৩ সাল থেকে১৯৭১ সাল পর্যন্ত তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্নরা। উপস্থিত সবাই প্রয়াত দুই নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।

প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা বলেন, জনজাতি, দলিত সহ সমস্ত অংশের মানুষের কাছে শচীন্দ্র লাল সিংহ ছিলেন মনের মানুষ। রাজ্যের সার্বিক উন্নয়নের জন্যে তিনি কাজ করে গেছেন। এদিকে আদিবাসী কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন এম ডি সি যদু মোহন ত্রিপুরার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানান উপস্থিত সবাই।

উনার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, যদু মোহন ত্রিপুরা ছিলেন নির্ভিক। দলের প্রতি নিবেদিত প্রাণ। জাতি উপজাতির ঐক্য গড়ে তুলতে তিনি জীবদ্দশায় কাজ করে গেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *