আগরতলা:সারা দেশের সঙ্গে ত্রিপুরার রাজ্যের বিভিন্ন বুথে বুথে ১২৮ তম পর্ব প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান রবিবার সম্পন্ন হলো।প্রধান মন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান প্রতি মাসের শেষ রবিবার অনুষ্ঠিত হয়।
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী, বিধায়ক,ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তা ও বিভিন্ন মোর্চার কার্য কর্তাগণ প্রধান মন্ত্রীর ১২৮ তম মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন।অন্যান্য অনুষ্ঠানের চাইতে মন কি বাত অনুষ্ঠান একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। বিশ্বের মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশেষ করে ডিজিটাল মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে মন কি বাত।এমনই অভিমত ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব,সাংসদ এবং মন্ত্রী সহ সকলের।
এদিন রামনগর মন্ডলের উদ্যোগে পি সি সি ইট ভাট্টা সংলগ্ন এলাকায় প্রধানমন্ত্রীর এই মন কি বাত বিশেষ অনুষ্ঠান সম্প্রচার শোনার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার,বিজেপি রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক,মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অন্যদিকে,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত এর ১২৮ তম পর্ব দিল্লিস্থিত সরকারি বাসভবনে শ্রবণ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য।এদিনের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক অজানা তথ্যকে দেশবাসীর সামনে জানার সুযোগ করে দিয়েছেন।আজকেও প্রধানমন্ত্রী যে সমস্ত কথা মন কি বাত অনুষ্ঠানে বলেছেন বেশিরভাগই দেশ বাসীর অজানা।এ দিনের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রাম মন্দিরে ধর্ম ধ্বজ উত্তোলন,আই এন এস মাহে রনতরী, আধুনিক মৌমাছি পালন,প্রাকৃতিক কৃষি, জি ২০, আত্মনির্ভর ভারত, যুব সমাজের উদ্ভাবন,পরিবেশ সুরক্ষা, এবং সামাজিক সেবাকার্যের গুরুত্ব তুলে ধরেন তিনি।
১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর সংবিধানের সর্বোচ্চ স্তম্ভ সেটাও তিনি তুলে ধরেছেন। বন্দে মাতরম এর ১৫০ বছর উপলক্ষে সারা দেশে শুরু হওয়া কর্মসূচির দুর্দান্ত সূচনা হয়েছে বলেও জানান তিনি।ভারতীয় খেলা ধুলার দিক থেকে নভেম্বর মাসটি ছিল সুপারহিট।বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় মহিলা দলের সাফল্য, মহিলা খেলোয়াড়রা কবাডি বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে। বিশ্ব বক্সিং কাপ ফাইনালে অসাধারণ পারফর মেন্স করে বৃষ্টি পদক জিতেছে।দৃষ্টি হীন মহিলা দল বিশ্ব কাপ ক্রিকেট জয়ী হয়েছে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় গুলো দেশবাসীর জন্য প্রধানমন্ত্রী এদিনের মন কি বাত অনুষ্ঠানে উপস্থাপন করেন।
মন কি বাত দেশের প্রতিটি স্তরের মানুষকে একত্রিত করে ইতি বাচক পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার বার্তা দেয় বলে জানালেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।
