আগরতলা, ৬ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশিত মার্গদর্শনে রাজ্য সরকারও মানুষের কল্যাণে কাজ করছে। অথচ পূর্বতন সরকারগুলি শুধু দুর্নীতিতে নিমজ্জিত ছিল।

রবিবার টাউন বড়দোয়ালী মন্ডল আয়োজিত এক যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন ব্যাপক সংখ্যায় লোকজন ভারতীয় জনতা পার্টির পতাকাতলে সামিল হন।

সভায় মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আজকের দিনটা একটা স্মরণীয় দিন। আজকের দিনে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। ১৯৫১ সালের ২১ অক্টোবর আমাদের পূর্বসুরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রচেষ্টায় ভারতীয় জন সংঘ তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে ভারত রত্ন এবং তদানীন্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে ১৯৮০ সালে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়। এর চার বছর পর ১৯৮৪ সালে সংসদ নির্বাচনে মাত্র দুটি আসন পাওয়া যায়। আর সেই দুটি আসনের জায়গায় গতবার ৩০৩টি ছিল। এখন ২৪০টি আসন। সেই সঙ্গে এখন দেশের রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের অধিকাংশ জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে। রাজ্যসভায় আমাদের ৯৮ জন সদস্য রয়েছেন। এছাড়া ১,৬৫৬ জন নির্বাচিত বিধায়ক রয়েছেন। ১৬২ জন বিধান পরিষদের সদস্য রয়েছেন। আজকে যারা বিভিন্ন পার্টি ছেড়ে এসেছেন আমি তাদের ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানাই। আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, সারা পৃথিবীর মানুষ এখন দেখছেন যে ভারত কোনদিকে যাচ্ছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং দেশের জন্য বলিষ্ঠ সিদ্ধান্ত নিচ্ছেন সেটা আগে কখনো কোন প্রধানমন্ত্রী বা সরকার প্রধান নিতে পারেন নি। কিছুদিন আগে ওয়াকফ বোর্ড নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও খুশি হয়েছেন। কংগ্রেস ও ইউপিএ সরকারের সময়ে কিছু ব্যক্তির ব্যক্তিগত স্বার্থে আইন তাদের মতো করে তৈরি করা হয়েছিল। সেই জায়গায় প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে সেটাকে সংশোধন করে গরীব মানুষের জন্য করা হয়েছে। যারা ওয়াকফ বোর্ডের জমি নিয়ে এতদিন ধরে আহ্লাদ করেছে তাদের কোমর ভেঙে গেছে। তিন তালাক নিয়েও প্রধানমন্ত্রী বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছেন।

মুখ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করেছেন। আগের সরকারগুলো দুর্নীতির সঙ্গে আকণ্ঠ জড়িত ছিল। দুর্নীতির জন্য রাজনীতি করেছে তারা। কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখিয়ে দিয়েছেন কিভাবে স্বচ্ছ রাজনীতি করা যায়। স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে কিভাবে মানুষের কল্যাণ করা যায় সেটা প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন। আর আমাদের রাজ্য সরকারও প্রধানমন্ত্রীর নির্দেশিত মার্গদর্শনে স্বচ্ছতার সঙ্গে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। রাজ্যে দীর্ঘ প্রায় ৩৫ বছরের বাম রাজত্বে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, ধর্ষণ ইত্যাদি অপরাধ সংঘটিত হয়েছে। সেই জায়গায় রাজ্যে এখন সুন্দর পরিবেশ বিরাজ করছে। রাজ্যের বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্রীড়া ইত্যাদি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের দিশায় কাজ করছে।

এই যোগদান সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, সদর আরবান জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, বড়দোয়ালী মন্ডলের প্রভারী সুব্রত চক্রবর্তী, মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব, পুর কর্পোরেটর অলক রায়, শম্পা সরকার চৌধুরী, জাহ্নবী দাস চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। সভায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করা কর্মী সমর্থকদের বরণ করে নেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্ব। এদিন টাউন বড়দোয়ালী মন্ডলের বিভিন্ন ওয়ার্ড থেকে ২৮৩ পরিবারের ৮৫৭ জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকাতলে সামিল হন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *