আগরতলা: জাতীয় হেরাল্ড কেলেঙ্কারি নিয়ে দেশব্যাপী আন্দোলনের অঙ্গ হিসেবে রাজ্যেও প্রতিবাদ কর্মসূচী বিজেপি যুব সংগঠনের।শুক্রবার বিকেলে আগরতলায় হয় অনুরূপ কর্মসূচী।

প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে রাজধানীতে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক ভগবান চন্দ্র দাস, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।এদিন মিছিল রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে।প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ভারতবর্ষের সবচেয়ে বড় কেলেঙ্কারি হেরাল্ড কেলেঙ্কারি। ইডি এই মামলার চার্জশিট জমা দিয়েছে আদালতে। প্রায় ২ হাজার কোটি টাকার উপর আর্থিক কেলেঙ্কারি হয়েছে। ইডি এই মামলায় রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীদের প্রধান অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে। অবাক করার বিষয় ১৯৩৭ সালে স্বাধীনতা আন্দোলনের সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে সংস্থা গঠন করা হয়েছিল।

সেই সংস্থাকে হাতিয়ার করে সোনিয়া গান্ধী, জেলায় প্রতিবাদ মিছিল সংগঠিত করে যুব মোর্চার কর্মী সমর্থকরা। রাহুল গান্ধিরা ২০১০ সাল থেকে ঐ সংস্থার সম্পত্তি হাতিয়ে নিয়েছে। এদিনের মিছিলে বিজেপি কর্মী- সমর্থকদের অংশ গ্রহণ ছিল নজরকাড়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *