আগরতলা: রোমান স্ক্রিপ্ট ইস্যুতে তিপ্রা মথা প্রধানের সমালোচনায় মুখর কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। ককবরকে বাংলা স্ক্রিপ্ট জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন সুদীপ বাবু। সঙ্গে ছিলেন কংগ্রেসের উপজাতি সংগঠনের নেতা শব্দ কুমার জমাতিয়া। সুদীপ বাবু জানান চলতি বছরের মার্চ মাসের ৩ তারিখ ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিদপ্তরের সাব কমিটির একটি বৈঠক হয়। আগরতলা শিক্ষা ভবনে সংশ্লিষ্ট দপ্তরে হয় বৈঠক। সেই বৈঠকের আলোচনার বিষয় তুলে ধরে সমালোচনা করেন তিনি।

সুদীপ রায় বর্মণ বলেন, ককবরক ভাষার স্ক্রিপ্ট নিয়ে বর্তমান সরকার ন্যাক্কারজনক নোংরা রাজনীতি করছে।তিনি বলেন, এক সময় তিপ্রাসারা অন্ধের মতো বিশ্বাস করেছিলেন তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণকে। তিপ্রাসাদের ধারণা ছিল উনাদের জন্য কিছু করবেন প্রদ্যোত কিশোর।

সুদিপের অভিযোগ একে পুঁজি করে বিজেপি ও তিপ্রা মথা মিলে নিরীহ তিপ্রাসদের ঠকিয়ে চলছে। আর ঠকানো চলবে না। কংগ্রেস ভোটের কথা চিন্তা করে না। জনতার স্বার্থে শুধু কংগ্রেস কাজ করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *