এই খবরে:

সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হলেন জিতেন্দ্র চৌধুরী।
তিনি বিধানসভায় বিরোধীদল নেতাও থাকবেন।
১৪ জনকে নিয়ে সম্পাদক মন্ডলী গঠিত হয়েছে।

আগরতলা : সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হলেন জিতেন্দ্র চৌধুরী। তিন দিনব্যাপী রাজ্য সন্মেলনের পর শুক্রবার পলিটব্যুরোর সদস্য মানিক সরকার রাজ্য সম্পাদক হিসেবে জিতেন্দ্র চৌধুরীর নাম প্রস্তাব করেন। নিয়ম অনুসারে দ্বিতীয় কোনো নাম আছে কিনা সভা জানতে চাইলে, সেই প্রস্তাবে কেউ সাড়া না দেওয়ার ফলে জিতেন্দ্র চৌধুরী সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়ে যান।

তিনি বিধানসভায় বিরোধীদল নেতাও থাকবেন। পরে বিকেলে মেলারমাঠ সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন নেতৃত্ব। সাংবাদিক সন্মেলনে সিপিআইএম নব নির্বাচিত রাজ্য সম্পাদক বলেন, নানাভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করে সরকার ও ক্ষমতাসীন দল যেমন প্রকাশ্য সমাবেশের সাফল্য যেমন আটকাতে পারেনি, তেমনি ৪১৮ জন প্রতিনিধির উপস্থিতিতে সন্মেলনও সাফল্য আটকাতে পারেনি। রাজ্য কমিটির হয়ে জিতেন্দ্র চৌধুরী যে লিখিত প্রতিবেদন উপস্থাপন করেছেন তার ওপর ৫৮ জন প্রতিনিধি আট ঘণ্টা ধরে আলোচনা করেছেন।

জিতেন্দ্র চৌধুরী বলেন ষাট সদস্যের রাজ্য কমিটি গঠিত হয়েছে, দলের কন্ট্রোল কমিশনের চেয়ারম্যানের হিসেবে ভানুলাল সাহা যেমন পাকাপাকি রাজ্য কমিটির সদস্য আছেন, বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে পবিত্র কর, নারায়ণ কর রাজ্য কমিটিতে আছেন। স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে আছেন আটজন। পরে রাজ্যের গুরুত্বপূর্ণ জনগণের নয় দফা দাবি সন্মেলনে গৃহীত হয়েছে যা নিয়ে আন্দোলনে নামবে বলে দল।

সাংবাদিক সম্মেলনে জানালেন নবনির্বাচিত সম্পাদকমণ্ডলীর সদস্য মানিক দে। ১৪ জনকে নিয়ে সম্পাদক মন্ডলী গঠিত হয়েছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী ৭৫ বছর বয়সী পবিত্র কর ও নারায়ন কর এবার সম্পাদক মন্ডলীর সদস্য পদ থেকে অব্যাহতি পেয়েছেন। জিতেন্দ্র চৌধুরী বলেন রাজ্য কমিটির সদস্যদের সর্ব সম্মতি প্রস্তাব ছিল মানিক সরকারকে সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে থাকার জন্য বিশেষ অনুমতি দিক পলিটব্যুরো।

মানিক সরকার নিজেই সরে যেতে চাইলেও পলিটব্যুরোর বিশেষ অনুমতিতে মানিক সরকার সম্পাদকমণ্ডলীর সদস্য থেকে যান। পুরনো ১২ জন ছাড়াও নতুন সম্পাদকমণ্ডলীতে এসেছেন সি আই টি ইউর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত ও রতন সাহা। এদিন জিতেন্দ্র চৌধুরী বলেন রাজ্যের ফ্যাসিস্ট সুলভ পরিমন্ডলকে , কমিশনের সরকারকে উৎখাত করতে মানুষকে সাথে নিয়েই সিপিআইএম দুর্বার আন্দোলনে নামবে, সন্মেলনের প্রকাশ্য সমাবেশে উপস্থিত মানুষ সে অনুমতি দিয়েছে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *