আগরতলা: ত্রিপুরায় দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে কর্মসূচী নেওয়া হয়েছে দলের তরফে। ৯ মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে হবে রাজ্যভিত্তিক সমাবেশ। এই সমাবেশকে সামনে রেখে বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়।

উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, প্রদেশ সভাপতি ছাড়াও দলের সাধারণ সম্পাদক ভগবান দাস, সম্পাদক ডেভিড দেববর্মা, বিধায়ক শম্ভু লাল চাকমা সহ অন্যরা।সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, সবকা সাথ সবকা বিকাশের কথা মাথায় রেখে রাজ্যের বাজেটও বৃদ্ধি হয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যের মানুষের মাথাপিছু আয় ছিল ১ লাখ ৪৪৪ টাকা। আর বিজেপি সরকারের ৭ বছরে এসে দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭২৩ টাকা।সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতন লাল নাথ বিজেপি সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে বলেন, জিবি ও এজিএমসিতে সুপার স্পেশালিটি বিভাগ একসঙ্গে ৯ টি খোলা হয়েছে। ভারতের কোন রাজ্য সরকার তা পারেনি বলে দাবি রতন লাল নাথের। আর কে নগরে মাল্টি স্পেশালিটি এবং সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য সৃজা হাসপাতালকে জমি লিজ দেওয়া হয়েছে।

পাশাপাশি মন্ত্রী এদিন আরও জানান, কৃষি ঋণ ৭ বছরে দেওয়া হয়েছে ২ লাখ ৮২ হাজার কৃষককে।এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের দিক গুলি তুলে ধরেন তিনি। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্য স্তরে কর্মসূচীর পরে পর্যায়ক্রমে জেলা- মণ্ডল ও বুথ স্তরে কর্মসূচী নেওয়া হবে। তিনি জানান স্বামী বিবেকানন্দ ময়দানে সমাবেশে উপস্থিত থাকবেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সাংসদ, মন্ত্রীসভার সদস্য- সদস্যা, বিধায়ক সহ অন্য কার্যকর্তারা।

রাজীব বাবু এদিন প্রসঙ্গক্রমে বলেন, দেশের মহিলাদের আত্মনির্ভর করার প্রয়াস দেশের প্রধানমন্ত্রী মোদীজি নিয়েছেন। তিনি বলেন ত্রিপুরায় এখন পর্যন্ত স্ব সহায়ক দলের ৯১ হাজার মহিলা লাখপতি দিদি হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *