আগরতলা: রাজ্যের দ্বিতীয় বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আগামী ৯ই মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে যাওয়া সুবিশাল জনসভা ও র্যালির জন্য প্রস্তুত বিজেপি (ত্রিপুরা) প্রদেশ।
উক্ত জনসভাকে কেন্দ্র করে বুধবার প্রদেশ কার্যালয়ে ত্রিপুরা ও আসাম প্রদেশের সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যীর উপস্থিতিতে প্রদেশ যুব মোর্চার অফিস বেয়ারার, যুব মোর্চার জেলা সভাপতিগণ, মন্ডল সভাপতিগণ দের নিয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়।
এদিনের আয়োজিত এই সাংগঠনিক বৈঠকে অন্যান্যদের মধ্যে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস উপস্থিত ছিলেন। জন সমাবেশকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে যে সকল পরিকল্পনা গুলো গ্রহণ করা হচ্ছে সেগুলো বাস্তবায়িত করার উদ্দেশ্যকে সামনে রেখে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।।