আগরতলা: বাজেট অধিবেশনে ২০২৫- ২৬ জনকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ রেলী করে ৬ আগরতলা মন্ডলের উদ্যোগে।
যা শুরু হয় জিবি বাজার মন্ডল অফিস থেকে শেষ হয় সার্কিট হাউসের সামনে গিয়ে । উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য সহ বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্য কার্যকর্তারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত বলেন, এবছরের বাজেট তৎকালীন সরকারের বাজেটের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এই বাজেট জনসাধারণের বাজেট এবং কৃষকদের উন্নয়নের বাজেট।
তাছাড়া সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র উন্নয়নের কথা চিন্তা করে এ বাজেট ঘোষণা করা হয়। তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে এই রেলির আয়োজন করা হয়।