আগরতলা।।এই রাজ্যে আমার, আপনার সহ সকল অংশের মানুষের অধিকার রয়েছে। ত্রিপুরার মালিক জনগণ।
বৃহস্পতিবার কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যোত কিশোর দেবর্বমণের মন্তব্যের প্রেক্ষিতে এমনটাই বললেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি বলেন, প্রদ্যোত হতাশা থেকে বিতর্কিত মন্তব্য করেছেন। কারণ, সামনেই ভিলিজ কমিটির নির্বাচন। কিন্তু এখনো পর্যন্ত ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের কোনো লক্ষণ নেই। তিপ্রাসাদের কি জবাব দেবেন তিনি। কিছুদিন আগে তিপরা মথার কর্মী ডেবিড মুড়াসিং-র উদ্যাোগে দিল্লির যন্তর মন্তরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই সভায় উপস্থিত ছিলেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিম তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। ওই সভায় ত্রিপুরার মালিক বলে নিজেকে আখ্যায়িত করেছেন তিনি। ওই বিতর্কিত মন্তব্যের জেরে গোটা রাজ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর জবাবে বিধায়ক বলেন, ত্রিপুরার মালিক জনগণ। রাজ্যে আমার, আপনার, প্রদ্যোতবাবু সহ সকল অংশের মানুষের অধিকার রয়েছে। তাঁর কথায়, এখনো প্রদ্যোতের মানসিকতা রাজন্য শাসনে থাকলে তা ভুল হবে। তা্ঁর মানসিকতা পরিবর্তন করতে হবে।
শ্রীবর্মণের দাবি, আসলে হতাশা থেকে প্রদ্যোত বিতর্কিত মন্তব্য করেছেন। কারণ, ছয় মাসের কথা বলে ১৮ মাস অতিক্রম করলেও এখনো পর্যন্ত ত্রিপাক্ষিক চুক্তি কার্যকর করছে না কেন্দ্র ও রাজ্য সরকার। সামনেই ভিলিজ কমিটির নির্বাচন। এই চিন্তায় তিনি দিল্লিতে ত্রিপুরার মালিক বলে নিজেকে অখ্যায়িত করেছেন।