আগরতলা: স্বামী বিবেকানন্দ ময়দানে রবিবার দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে জনসমাবেশ। এটা ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে। এতে উপস্থিত থাকবেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রীসভার সব সদস্য- সদস্যা, বিধায়কগণ সহ বিজেপির সকল স্তরের নেতৃত্ব।

শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি জানান, বিজেপি সরকার গত ৭ বছরে রাজ্যে যে উন্নয়নের কর্মযজ্ঞ তৈরি করেছে এবং এর সুফল রাজ্যের সকল অংশের মানুষ পাচ্ছেন। তিনি বলেন যে স্বচ্ছতা নিয়ে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে , মানুষের মধ্যে যে প্রত্যয় তৈরি হয়েছে মানুষের আশা পূরণে এই সরকার সর্বোতভাবে সফল হচ্ছে ।

এই প্রত্যয় মানুষের মধ্যে তৈরি হয়েছে। সেজন্য সকল অংশের মানুষের মধ্যে জন সমাবেশ নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে দাবি বিজেপি মুখপাত্রের। এদিন তিনি সিপিএম-রও সমালোচনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *