আগরতলা :স্বামী বিবেকানন্দের চিন্তাধারা আজও প্রাসঙ্গিক।বিশেষ করে যখন বিশ্বব্যাপী যুবসমাজ অস্থিরতা , অনিশ্চয়তা এবং আত্মহারায় ভুগছে। আজকের বিশ্বে , যেখানে যুব সমাজ সোশ্যাল মিডিয়ার ফাঁদে আটকে, মানসিক চাপে ভুগছে এবং জলবায়ু পরিবর্তন, বেকারত্বের মত সমস্যায় মুখোমুখি, বিবেকানন্দের আদর্শ একটি আলোক স্তম্ভ।

তার স্বদেশ ভাবনায় ছিল না শুধু জাতীয়তাবাদের আবেগ, বরং একটি কর্ম ভিত্তিক দর্শন যা দেশের দুর্দশা দূর করার জন্য সকলকে আহ্বান জানায়। যুব সমাজকে তিনি জাতির মেরুদন্ড বলে অভিহিত করেন, এবং তার আদর্শ গুলি-সেবা, ত্যাগ আত্মন্নয়ন- যুবকদের জীবনকে দিকনির্দেশনা দেয়। উনবিংশ শতাব্দীর তমসাবৃত ভারতবর্ষের আকাশে স্বামী বিবেকানন্দ আবির্ভূত হয়েছিলেন এক প্রদীপ্ত সূর্য হিসাবে। কলকাতার এক সভ্রান্ত পরিবারে নরেন্দ্রনাথ দত্ত রূপে জন্ম নেওয়া এই তেজস্বী যুবক শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের স্পর্শে এসে রূপান্তরিত হন আধ্যাত্মিকতার মূর্ত প্রতীক হিসেবে। প্রতি বছর ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন।

স্বদেশ চেতনার আলোক বর্তিকা স্বামী বিবেকানন্দের জন্মদিন কে সামনে রেখে বিভিন্ন সংগঠন প্রতিবছরেই নানা কর্মসূচি হাতে নিয়ে থাকে। তারই অঙ্গ হিসেবে রবিবার ভারতীয় জনতা পার্টির ১৩ প্রতাপগড় মন্ডল এর উদ্যোগে এক সুবিশাল বাইক শোভা যাত্রার আয়োজন করে। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, মন্ডল সভানেত্রী সহ বিজেপির অন্যান্য কার্যকর্তাগণ। এই শোভাযাত্রাটি আড়ালিয়া বি আর আম্বেদকর স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয় ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রতাপগড় বাজারে এসে তার সমাপ্তি হয়।

প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব বলেন, যুব সমাজের পথপ্রদর্শক স্বামী বিবেকানন্দের জন্মদিন ১২ই জানুয়ারি। এই দিনটিকে যুব সমাজ যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে। তারই অঙ্গ হিসাবে প্রতাপগড় যুব মোর্চা মন্ডলের উদ্যোগে এক বাইক শোভাযাত্রার মাধ্যমে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তুলবে। নেশা মুক্ত রাজ্যে পরিণত করবে। যুব সমাজ যেন নেশার মাঠে না থেকে খেলার মাঠে আসে সেই বার্তা দেন তিনি।

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্য তাতে যুবসমাজ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে। স্বামীজীর জন্মদিনের রাজ্যের প্রতিটি মন্ডল বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *