আগরতলা: সরকারের লক্ষ্য দেশের মধ্যে ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে তৈরি করা। কিন্তু সিপিআইএম-র এসব দেখে সহ্য হচ্ছে না। সিপিআইএম চাইছে রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত করতে। তাদের লক্ষ্য ১৯৮০ সালের জাতি দাঙ্গার পুনরাবৃত্তি করা।
আগামীদিন সিপিএম-র ষড়যন্ত্র কেউ সমর্থন করবে না। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন বিজেপির এমডিসি পদ্মলোচন ত্রিপুরা। তিনি বলেন, বিধানসভার বাজেট অধিবেশনে মন্ত্রী রতন লাল নাথের জাত বক্তব্যকে সামনে রেখে সিপিআইএম রাজ্যের শান্তির পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে। তিনি আরও বলেন বিধানসভা অধিবেশনে পরিষদীয় মন্ত্রী কমিউনিস্টদের জাতের কথা বলেছিলেন। অন্য কোন জাত বলেন নি। কিন্তু এইটাকে নিয়ে সিপিআইএম রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
সিপিআইএম-এর কাছে বর্তমানে কোন ইস্যু নেই। তাই তারা ঘোলা জলে মাছ শিকার করতে চাইছে। বর্তমান সরকার জনজাতিদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করে চলছে।