আগরতলা।।পবন পুত্র হনুমান সম্পর্কে কু মন্তব্য করায় প্রাক্তন বাম সাংসদ শংকর প্রসাদ দত্তের বাসভবনে গিয়ে তাকে হনুমানের ছবি ও হনুমান চল্লিশা উপহার দিয়ে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর আবেদন রাখেন বিজেপি কর্মী সমর্থকরা । বিজেপি নেতৃত্বের বক্তব্য ,বাম নেতা শংকর প্রসাদ দত্তের যেন আধ্যাত্মিক চেতনার বহিঃপ্রকাশ ঘটে ।

সম্প্রতি প্রাক্তন বাম সাংসদ তথা সি আই টি ইউ এর রাজ্য সম্পাদক সংকর প্রসাদ দত্ত পবন পুত্র হনুমানকে নিয়ে একটি মন্তব্য করেন। মুক্তধারা প্রেক্ষাগৃহে মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভগবান হনুমানকে ষন্ডা মার্কা হনুমান বলে মন্তব্য করেন তিনি। হনুমান হিন্দু ধর্মের অন্যতম দেবতা ।সংকর প্রসাদ দত্তের এই ধরনের মন্তব্যে হিন্দুর ধর্মাবলম্বীদের মনে আঘাত লাগে। বিষয়টি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ৬ আগরতলা বিজেপি মন্ডলের কর্মী সমর্থকরা মিলে প্রাক্তন বাম সাংসদ শংকর প্রসাদ দত্তের বাসভবনে যান। নেতৃবৃন্দ উনার হাতে হনুমান চল্লিশা এবং হনুমান মূর্তি উপহার দেন এবং সংকর প্রচার দত্তকে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর আবেদন রাখেন ।এই প্রসঙ্গে এক বিজেপি নেতৃত্ব জানান, কমিউনিস্টরা হিন্দু ধর্মবিরোধী ।বিভিন্ন সময় তারা হিন্দু ধর্মের বিরুদ্ধে কুমন্তব্য করেছেন ।এতে হিন্দুদের আস্থা ও বিশ্বাসের উপর আঘাত এসেছে ।দুদিন আগে মুক্তধারায় হনুমানজিকে নিয়ে কুমন্তব্য করেন প্রাক্তন বাম সাংসদ শংকর প্রসাদ দত্ত। তার এই মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানান তিনি ।

তিনি আরো বলেন ,বিজেপির কাজ হল মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসা ।এই বাম নেতৃত্বের চেতনার বহিঃপ্রকাশ যেন হয় সেই জন্য ভগবান হনুমানের কাছে প্রার্থনা জানান তিনি ।একই সাথে ভগবান হনুমান জি যেন সংকর প্রসাদ দত্তকে ক্ষমা করেন এই প্রার্থনাও জানান বিজেপি কার্যকর্তারা ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *