আগরতলা।।দল ও দলের শৃঙ্খলা সকলকে মেনে চলতে হবে। দলের ঊর্ধ্বে কেউ নন। সাংগঠনিক বৈঠকে এমনটাই বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রা এবং রাজ্য প্রভারী ডঃ রাজদীপ রায় ।

বৈঠকে প্রদেশ বিজেপি সভাপতি সহ প্রদেশ কমিটির প্রায় সকল সদস্য , মোর্চার সভাপতি, সভানেত্রী এবং মন্ত্রী ও বিধায়করা উপস্থিত ছিলেন। ইদানিং বিভিন্ন ধারায় চলতে শুরু করেছিলেন একাধিক নেতৃবৃন্দ । এই অবস্থায় দলীয় সদস্য, মন্ত্রী এবং বিধায়কদের লাগাম টানতে বুধবার বিজেপি রাজ্য দপ্তরে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় ।

এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রা,রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায় ,প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ,প্রদেশ কমিটির সকল পদাধিকারীক, বিভিন্ন মোর্চার সভাপতি ,সভানেত্রী সহ মন্ত্রী এবং বিধায়করা। বৈঠকে সাম্প্রতিককালে দলের বিভিন্ন নেতৃবৃন্দের কাজকর্ম নিয়ে পর্যালোচনা করা হয়। এই বৈঠকে সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলার বার্তা দেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রা।

সকলকে জানানো হয়, কেউ দলের উর্ধ্বে নয়। দলের গাইডলাইন মেনে চলার জন্য সকলকে নির্দেশ দেওয়া হয় । এদিকে এই বৈঠক প্রসঙ্গে প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান,বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বান হর ঘর স্বদেশী ও ভোকাল ফল লোকাল নিয়ে প্রচার,লৌহপুরুষ সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রান ফর ইউনিটি কার্যক্রম পালন প্রভৃতি বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয় ।

জানা গিয়েছে বৈঠকে বিধায়ক তফাজ্জল হোসেনের শোকজের জবাব নিয়ে আলোচনা করা হয়। সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে নিয়ে একটি বেফাস মন্তব্য করেছিলেন বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেন ।

তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল ।এই শোকজ নোটিশের জবাব দিয়েছিলেন বিধায়ক । সেই জবাব নিয়েই বৈঠকে আলোচনা করা হয় । এর পাশাপাশি সরকারের শরিক দল তিপ্রা মথার কার্যকলাপ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবগত করানো হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *