আগরতলা ।।দীর্ঘ সাত বছর পর প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেল গঠন করা হয়েছে রাজ্যে । এর চেয়ারম্যান হয়েছেন সোনামুড়র মোঃ রোল আমিন ।
এছাড়া রয়েছেন নয়জন জেলা সভাপতি পাঁচজন সহ-সভাপতি চারজন সাধারণ সম্পাদক ও পাঁচজন সম্পাদক । প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা তাদের নামের ঘোষণা দেন ।
রবিবার কংগ্রেস ভবনে সংখ্যালঘু সেলের এক গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয় । সভায় উপস্থিত ছিলেন পিসিপি সভাপতি আশীষ কুমার সাহা ছাড়াও বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্ব । পি সি সি সভাপতি বলেন অনেকটা দুর্বলতা কাটিয়ে দীর্ঘ সাত বছর পর রাজ্যে সংখ্যালঘু সেলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে ।
সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে এই কমিটির প্রধান কাজ । তিনি অভিযোগ করে বলেন সারাদেশে সংখ্যালঘুদের অধিকার ক্ষুন্ন করার জন্য সরকার পরিচালিত হচ্ছে । রাজ্যোও একই দিশায় সরকার পরিচালিত হচ্ছে । বৈধ সংখ্যালঘুদের নাগরিকত্ব, ভোটাধিকার সুরক্ষিত রাখার জন্য দাবি জানান তিনি ।
সংখ্যালঘুদের মৌলিক অধিকার, কর্মসংস্থান, স্থায়ীভাবে বসবাসের অধিকার সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান শ্রী সাহা।
