আগরতলা।।বিজেপির উপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে টিপরা মথা। শনিবার এই কথা বলে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলেন মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। বিজেপিতে থেকে নাকি কোনো লাভ হচ্ছে না। তাই এই সিদ্ধান্ত। বছর খানেক নাটুকেপনার পর সমর্থন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলো টিপরা মথা।

রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে এই ঘটনা জানাজানি হতেই। সাধারণ মানুষের মধ্যে এমনকি বিজেপি এবং টিপরা মথার কর্মীরাও ঠিক বুজতে পারছেন না রাজনীতির মোর কোন দিকে ঘুরছে। বিজেপি ও মথার মধ্যে সমঝোতা করেই কি এই সিদ্ধান্ত নাকি দুই দল এখন একে অপরের সম্মুখ সমরে তা বলা কঠিন। টিপরা মথার যুক্তি তাদের সঙ্গে দিল্লিতে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল তা এখনো কার্যকর করেনি শাসক দল বিজেপি। ভিলেজ কাউন্সিল এর নির্বাচনও করাচ্ছে না। এদিকে ৩ জন মন্ত্রী দেওয়া কথা। দেওয়া হয়েছে মাত্র দুই জন। তাও একজন উপ মন্ত্রী। তাই সরকারে থেকে কোনো লাভ নেই। আর এই জন্যেই সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত।

শনিবার এমনটাই বললেন মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি বলেন ৭ জুলাই অনুপ্রবেশ ইস্যুতে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে বিরাট সমাবেশ করবে মথা। সেখানে বড় ঘোষণা দেবেন প্রদ্যুৎ কিশোরে দেববর্মা। তা ছাড়া মথার নেতারা ৯ জুলাই দিল্লির উদ্দেশে রওনা হবেন। ২০ জুলাই এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শার সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। বিজেপির সাংসদ কৃতি সিং দেববর্মনও বিজেপি থেকে পদতেগ করবেন বলে রঞ্জিত জানিয়েছেন। তবে তার এই ঘোষণার পিছনে গভীরে কি রহস্য রয়েছে তা এখনই বলা কঠিন। সামনেই আসছে এডিসি এর ভিলেজ কাউন্সিল এর নির্বাচন।

প্রায় আড়াই বছর পর বিধানসভা নির্বাচন। তাই এটা কি বিজেপির উপর মথার চাপের রাজনীতি নাকি বিজেপি ও মথা নিজেদের মধ্যে সমঝোতা করেই এই সিদ্ধান্ত নিয়েছে তা এখনই বলা কঠিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *