আগরতলা: সক্রিয় কার্যকর্তাদের নিয়ে বড়জলা মণ্ডলে সাংগঠনিক বৈঠক ভারতীয় জনতা পার্টির।দলের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি।
বিভিন্ন মণ্ডলে হচ্ছে সক্রিয় কার্যকর্তা ও স্থানীয় সক্রিয় জন প্রতিনিধিদের নিয়ে সাংগঠনিক বৈঠক কিংবা সম্মেলন। মঙ্গলবার বড়জলা মণ্ডলের তরফে হয় সাংগঠনিক বৈঠক। এদিন বিধানসভা কেন্দ্রের লঙ্কামুড়া কমিউনিটি হলে হয় সাংগঠনিক বৈঠক। প্রথমে দলীয় পতাকা উত্তোলন করেন মণ্ডল সভাপতি রাজীব সাহা। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ সহসভাপতি তাপস ভট্টাচার্য, সম্পাদক তাপস মজুমদার, এলাকার প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস, বিজেপি নেতা রতন ঘোষ, মণ্ডল সভাপতি সহ অন্যরা।এদিনের সাংগঠনিক বৈঠকে মণ্ডল এলাকার কার্যকর্তারা প্রচুর সংখ্যক অংশ নেন।
প্রদেশ সভাপতি বলেন, সাংগঠনিক বৈঠকে পার্টির ইতিহাস বিকাশ, সরকারের কাজকর্ম ও সাফল্যগুলি মানুষের কাছে তুলে ধরার বিষয় নিয়ে কার্যকর্তাদের সঙ্গে আলোচনায় জন্য বৈঠক কিংবা সম্মেলন।