আগরতলা: ২৪ মার্চ সংসদ অভিযান করবে পরিবহণ শ্রমিকরা। দাবি আদায়ে সংসদ অভিযানের বার্তায় আগরতলা শহরে মিছিল- সভা করলো অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা শাখা।

সোমবার রাজধানীর অফিসলেনস্থিত সিআইটিইউ অফিসের সামনে থেকে শুরু হয় এই মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি। পরে হয় সভা। উপস্থিত ছিলেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে, সংগঠনের নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশের সরকার নীতি না পালটালে গোটা দেশ আগামী দিনে অচল করে দেবে পরিবহণ শ্রমিকরা। তিনি বলেন সারাদেশে প্রায় ১০ কোটির অধিক পরিবহন শ্রমিক কর্মরত রয়েছেন। কিন্তু বর্তমান সরকারের আমলে তাদের জীবন জীবিকা সবদিক থেকে আক্রান্ত। তাদের বেতন ভাতা যেমন সঠিকভাবে প্রদান করা হয় না, তেমনি তাদের চিকিৎসার জন্য কোন ব্যবস্থাপনা নেই। তিনি আরও বলেন রাজ্য গুলির জন্য পরিবহন শ্রমিকদের স্বার্থে যে মজুরি নির্ধারণ করা আছে সেটা বাস্তবের সাথে সংঙ্গতিহীন।

তাদের দাবির মধ্যে রয়েছে অসংগঠিত পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন করা, মোটর ভেহিক্যাল আইন ২০১৯ শ্রমিক স্বার্থে সংশোধনের দাবি সহ ১৬ দফা দাবি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *