আগরতলা: সংবিধান বাঁচাও অভিযানের নামে আগরতলা শহরে শক্তি প্রদর্শন কংগ্রেসের। মঙ্গলবার কংগ্রেস কর্মী সমর্থকরা প্রথমে আগরতলা প্রেস ক্লাবের সামনে সমবেত হন। সেখান থেকে শুরু হয় সুবিশাল মিছিল।
মিছিলের সামনে ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং সহ অন্যান্য নেতৃত্ব। মিছিলটি ধীরে ধীরে এগিয়ে যায় ইনকাম ট্যাক্স অফিসের দিকে। ইনকাম ট্যাক্স অফিসের অদূরে আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে মিছিলকে আটকে দেওয়া হয়। পুলিশের ব্যারিকেড ভেঙ্গে কংগ্রেস কর্মী সমর্থকরা এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এই নিয়ে আরক্ষা কর্মী ও কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়।প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান প্রতিটি রাজ্যে সংবিধান বাঁচাও অভিযান সংগঠিত করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে এইদিন আগরতলা শহরে সংবিধান বাঁচাও অভিযান সংগঠিত করা হয়েছে। সংবিধান রক্ষার জন্য কংগ্রেস যেভাবে সৈনিক ও রক্ষকের ভূমিকা পালন করে চলেছে ঠিক সেভাবেই আগামীদিন অন্যায়ের বিরুদ্ধে কংগ্রেস দেশবাসীর স্বার্থে লড়াই করবে। তিনি আরও বলেন বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেসের অ্যাকাউন্ট সিস করে দিয়েছিল এই আয়কর দপ্তর। কিন্তু এইভাবে কংগ্রেসকে দুর্বল করা যাবে না।
আগামীদিনে সংবিধান পাল্টে দিতে সরকারের যে চেষ্টা, তার বিরোধিতা করে কংগ্রেসের লড়াই চলবে। এদিন কর্মসূচীতে কংগ্রেসের কর্মী- সমর্থক ভালো সংখ্যায় অংশ নেয়।