আগরতলা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১১ বছরে যে যোজনা গুলি নিয়েছেন এতে ধর্মের ভিত্তিতে বাছাই করা হয়নি।বুধবার ভারতীয় জনতা পার্টির চৌপাল বৈঠকে একথা বললেন প্রদেশ বিজেপির প্রভারি রাজদ্বীপ রায়।
দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রামনগর মণ্ডলের বিভিন্ন কর্মসূচীর অঙ্গ হিসেবে হয় এই চৌপাল বৈঠক। এদিন রাজনগরে হয় একদিনের বৈঠক। এতে উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার, ত্রিপুরা প্রদেশ বিজেপি প্রভারি রাজদ্বীপ রায়, মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, পুর নিগমের কর্পোরেটর মনোজ কান্তি দেবরায় সহ অন্যরা।
আলোচনা করতে গিয়ে প্রভারি দেশের পূর্বতন কংগ্রেস সরকারের সমালোচনা করেন। এদিনের চৌপাল বৈঠকে মণ্ডল এলাকার প্রচুর বিজেপি কর্মী- সমর্থক অংশ নেয়।