আগরতলা: রাজ্যের বেকারদের বিভ্রান্ত করতে ও সরকারকে কালিমালিপ্ত করতে কর্মসংস্থান ইস্যুতে বিভিন্ন অভিযোগ করেন বাম যুব সংগঠনের নেতৃত্ব।

মঙ্গলবার সাংবভাদিক সম্মেলনে পাল্টা এই অভিযোগ করলেন বিধায়ক তথা যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। তিনি বলেন বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের স্বার্থে নিয়মিত জব ফেয়ারের আয়োজন করা হয়। ২০১৮-১৯ অর্থবছর থেকে এখনো পর্যন্ত ৯৬ টি জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এতে বেসরকারি সংস্থায় ২ হাজার ১৩৫ জনের কর্মসংস্থান হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প চালু করা হয়েছে। সুশান্ত দেব দাবি করেন রাজ্যের বিরোধী দলের যুব সংগঠনের নেতৃত্ব রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতে এবং যুব সমাজকে বিভ্রান্ত করতে সাংবাদিক সম্মেলন করে।

সাংবাদিক সম্মেলনে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো শুধুমাত্র যুবকদের বিভ্রান্ত করার জন্য। তিনি দাবী করেন যুবকদের জন্য যদি কোন সরকার কাজ করে থাকে তা হল বিজেপি নেতৃত্বাধীন সরকার। যুবকদেরকে সরকারি চাকুরি দেওয়ার ক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন করছে বর্তমান রাজ্য সরকার।

২০১৮-১৯ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত মোট ১৬ হাজার ৪৫১ জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *