আগরতলা: রাজ্য সফরে এলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ইনচার্জ সপ্তগিতি শঙ্কর উলাকা। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন। কংগ্রেসের ইনচার্জ রাজ্যে এসে কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বদের সাথে বৈঠক করেছেন। কিভাবে সংগঠনকে আরও মজবুত করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে।
২০২৮ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে ইনচার্জ অভিযোগ করেন বিজেপি সরকারের সময় বেকার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বিজেপির গুন্ডাগিরিও বৃদ্ধি পাচ্ছে। এটা ধারাবাহিক ভাবে চলতে পারে না। উন্নয়নের নামে ত্রিপুরা রাজ্যে লুট চলছে। এই সমস্যার সমাধান একমাত্র সম্ভব ত্রিপুরা রাজ্য সহ কেন্দ্রে কংগ্রেস সরকার প্রতিষ্ঠা হলে।সম্প্রতি কংগ্রেস দল ত্রিপুরা, মনিপুর, নাগাল্যান্ড ও সিকিমের প্রদেশ কংগ্রেসের ইনচার্জ হিসাবে নিযুক্ত করে উড়িষ্যার সাংসদ সপ্তগিরি শঙ্কর উলাকাকে।
সাংবাদিক সম্মেলনে সপ্তগিরি শঙ্কর উলাকা ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক বীরজিৎ সিনহা, সুদীপ রায় বর্মন , গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা।