আগরতলা: ডাবল ইঞ্জিন সরকারের জমানায় ত্রিপুরা রাজ্যে মহিলা অপরাধ বেড়ে চলেছে। ধর্ষণের মতো ঘটনা ঘটছে। প্রশাসন এসব নিয়ে নীরব। সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী।
মহিলা কংগ্রেস সভানেত্রী বলেন এদিন সংগঠনের এক সভা হয় আগামী কর্মসূচী নিয়ে। এতে জেলা স্তরের সভানেত্রীরাও অংশ নেন। সভানেত্রীর অভিযোগ বিজেপি কার্যকর্তারাই নারী ঘটিত অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এক্ষেত্রে গ্রেপ্তার কিংবা শাস্তির কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না সরকারের তরফে। পুলিসো দলদাসের ভূমিকায়।পাশাপাশি তিনি অভিযোগ করেন বর্তমান কেন্দ্রের সরকার মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করার ক্ষেত্রে কোন পদক্ষেপ নিচ্ছে না। তাই মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সর্বত্র বিক্ষোভ সমাবেশ করার নির্দেশ দিয়েছেন। সেই মতো রাজ্যেও সংগঠন কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত নেয়। বিভিন্ন জেলায় হবে অনুপ্রুপ কর্মসূচী। মহিলা কংগ্রেস সভানেত্রী জানান, ২৩ মার্চ ধর্মনগর থেকে তাদের কর্মসূচী শুরু হবে।
২৫ মার্চ উদয়পুর, ২৭ মার্চ তেলিয়ামুড়া ও ২৯ মার্চ আগরতলায়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যরা।