আগরতলা : রাজ্যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দপ্তরে হামলা, কার্যালয় জ্বালিয়ে দেওয়া, স্বরাষ্ট্র দপ্তরকে ঘিরে বিতর্কসহ একাধিক উত্তপ্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খুললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।
রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন—রাজ্যের মানুষ শান্তি চায়, সন্ত্রাস নয়। রাজ্যের বিভিন্ন জায়গায় সম্প্রতি যে ধরনের রাজনৈতিক সহিংসতা, দপ্তরে হামলা ও দলীয় কার্যালয় আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে, সেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। রবিবার তিনি সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, “রাজ্যের সাধারণ মানুষ শান্তিপ্রিয়।
তারা মারপিট, হুমকি, দুঃশাসন—এইসব কিছুই চায় না। তাই যত দ্রুত শান্তির পরিবেশ ফিরিয়ে আনা যায়, ততই রাজ্যের পক্ষে ভালো।” তিনি সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে জানান, স্বরাষ্ট্র দপ্তর নিয়ে সরকারের বিরুদ্ধে যে প্রশ্ন উঠেছে, তা অত্যন্ত দুঃখজনক। পাশাপাশি ‘ওয়ান নর্থ ইস্ট’ স্লোগানকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটিও রাজ্যের সামাজিক-রাজনৈতিক স্থিতি নষ্ট করছে বলে মন্তব্য করেন তিনি।
বিধায়ক সুদীপ রায় বর্মন আরও বলেন, “যারা এইসব অশান্তির ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দল মত না দেখে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইন সকলের জন্য সমান। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতেই হবে।” ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও সহিংসতাকে উসকে না দিয়ে শান্তি রক্ষায় উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
রাজনৈতিক মহলের দাবি, সুদীপ রায় বর্মনের এই মন্তব্য রাজ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বয়ে আনবে। নাগরিক সমাজও আশা করছে, প্রশাসন ও রাজনৈতিক দলগুলি দ্রুত পরিস্থিতি শান্ত করতে উদ্যোগী হবে।
