আগরতলা: সিপিএম এর সভায় দুষ্কৃতিদের আক্রমণ। আহত প্রাক্তন বিধায়ক রতন দাস সহ একাধিক সিপিআইএম কর্মী। প্রতিবাদে পশ্চিম আগরতলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন।

মামলা দায়ের থানায়।শনিবার রাজধানীর রাজনগর জয়পুর এলাকায় সিপিআইএম-এর সভা ছিল। এইদিন সভা শুরুর কিছু সময় বাদে আচমকা হামলা চালায় দুষ্কৃতিরা। পুলিশের অনুমতি নিয়ে এইদিনের সভার আয়োজন করা হয়। তারপরও এই সভায় হামলা চালানো হয়। দুষ্কৃতিদের আক্রমণে আহত হন প্রাক্তন বিধায়ক রতন দাস সহ একাধিক সিপিআইএম কর্মী। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। ঘটনার খবর পেয়ে সিপিআইএম নেতৃত্বরা ছুটে যান জিবি হাসপাতালে। প্রাক্তন মন্ত্রী মানিক দে জানান এই ঘটনা বর্বোরচিত। পুলিশের অনুমতি নিয়ে সভার আয়োজন করা হয়। পরিকল্পনা করে এই সভায় আক্রমণ করা হয়েছে। দলের একাধিক নেতৃত্ব আহত হয়েছে।এইদিকে ঘটনার পর সিপিআইএম কর্মী সমর্থকরা পশ্চিম আগরতলা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। মামলা দায়ের করা হয় থানায়। বিক্ষোভ কর্মসূচীতে ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সিপিআইএম নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। বিক্ষোভ কর্মসূচীতে আলোচনা করতে গিয়ে সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বলেন রাজনগর জয়পুর এলাকার মানুষ ভালোভাবে পানীয় জল রাস্তা ব্যবহার করতে পারে না। এই পরিস্থিতিতে পুলিশের অনুমতি নিয়ে জয়পুর এলাকায় সভার আয়োজন করে সিপিআইএম। সেই সভায় বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা পরিকল্পনা করে হামলা চালায়। এতে একাধিক সিপিআইএম নেতৃত্ব ও কর্মী সমর্থক আহত হয়েছে।

পুলিশের সামনে এই আক্রমণ সংগঠিত করা হয়েছে। পুলিশের সামনে কি করে এই ধরনের আক্রমণ সংগঠিত করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *