আগরতলা।।টিপরা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা সমর্থন প্রত্যাহারের ব্যাপারে কি বলেছেন তা জানেন না প্রদ্যুৎ কিশোরে দেববর্মন।
রঞ্জিত বিজেপির উপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানানোর কিছুক্ষনের মধ্যেই প্রদ্যুৎ কিশোরে দেববর্মন বললেন এমন কোনো সিদ্ধান্ত হয়নি। রঞ্জিত কি বলেছেন তা তিনি জানেন না। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তাই মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে। বিজেপির উপর থেকে সমর্থন প্রত্যাহারের যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন টিপরা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা তা খান্দান করলেন দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরে দেববর্মন।
শনিবার আগরতলায় পূর্বাশার মাঠে ইসকন এর উল্টো রথে যান প্রদ্যুৎ। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, বিজেপির উপর থেকে সমর্থন প্রত্যাহারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে পাহাড়ে মানুষ ভালো নেই। হয়তো ফাস্ট্রেশন থেকে কেও কিছু বলেছেন।
প্রদ্যুৎ আরো বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন সমস্যার ব্যাপারে উনার কথা হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। তাই মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে। পূর্বাশার মাঠে ইসকন এর উল্টো রথে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবও। তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, রঞ্জিত দেববর্মা এই ব্যাপারে কথা বলার সঠিক ব্যক্তি নন। টিপরা মাথার সমর্থন প্রত্যাহারের ব্যাপারে বিজেপিকে কোনো কিছু জানানো হয়নি। মথা এখনো বিজেপির সঙ্গেই আছে।
তিনি আরো বলেন, যদি জানজাতিদের জন্যে সঠিক উন্নয়ন করে থাকেন তাহলে নরেন্দ্র মোদিই করেছেন। তা প্রমাণিত সত্য। এই প্রসঙ্গে বলা যায় প্রদ্যুৎ কিশোরের বক্তব্যের মধ্যে দিয়ে আপাতত মথা বিজেপির উপর থেকে সমর্থন প্রত্যাহার করছে না বলে জানা গেলেও আগামী দিনে বিজেপি ও মথার সম্পর্ক কোন দিকে গড়ায় তা নিয়ে কিন্তু একটা শঙ্কা থেকেই যাচ্ছে। এদিকে রঞ্জিত ও প্রদ্যুতের বক্তব্যে মথার মধ্যেও যে বিভাজন রয়েছে তা স্পষ্ট হয়ে গেলো।।